কম্পিউটার বিজ্ঞানী রাগিব হাসানকে ধন্যবাদ | পাঠক ভাবনা | DW | 20.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

কম্পিউটার বিজ্ঞানী রাগিব হাসানকে ধন্যবাদ

‘বাংলা ব্রেইল প্রকল্প' নিয়ে আপনাদের অনেক প্রতিবেদন পড়েছি এবং সেগুলো থেকে বাংলা ব্রেইল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য অর্জন করেছি৷ – এভাবেই লিখেছেন এম এ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ থেকে৷

এই তথ্য প্রকাশের জন্য তিনি ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন এবং আরো লিখেছেন, ‘‘ডয়চে ভেলে ছাড়া হয়ত এ সব তথ্য জানতামই না৷'' তাঁর কথায়, ‘‘স্মরণ করছি ফ্রান্সের নাগরিক লুইস ব্রেইলকে৷ যিনি অন্ধ লোকদের লেখা পড়ার জন্য ব্রেইল নামক বিশ্বব্যাপী একটি পদ্ধতি উদ্ভাবন করে হাজারো অন্ধকে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন৷ তাঁকে ধন্যবাদ জানাই৷ সেই সাথে ধন্যবাদ দিচ্ছি যুক্তরাষ্ট্রে বসবাসরত কম্পিউটার বিজ্ঞানী রাগিব হাসানকে৷ বাংলাদেশ ভিত্তিক বাংলা ব্রেইল প্রকল্পের জন্য তিনি ডয়চে ভেলের দ্য বব্স পুরস্কার জিতে জুন মাসে জার্মানি ঘুরে গেছেন৷ এবং তাঁর পুরস্কার অন্ধদের লেখাপড়ার জন্য উৎসর্গ করে মহত্বের পরিচয় দিয়েছেন৷''

আরেকটি ই-মেলে পাঠক বারিকের মন্তব্য, ‘‘ঔষধি গাছ নিয়ে যে প্রতিবেদনটি হয়েছে তা আমার বিচারে ডয়চে ভেলের সেরা প্রতিবেদন, যা আমার খুব ভালো লেগেছে৷ সত্যিই ঔষধি গাছের ভূমিকা অনেক৷ মাথা থেকে পা পর্যন্ত সব অসুখের জন্যই কোনো না কোনো ঔষধি গাছ রয়েছে৷ মানুষ হাজার বছর আগে থেকেই অসুখ-বিসুখে ঔষধি গাছের পাতা, শেকড় ও রস ব্যবহার করে আসছে৷ মৌরি গাছের উপকারিতা আপনারা চমৎকারভাবে তুলে ধরেছেন প্রতিবেদনটিতে৷ শুধু তাই নয়, এ সব গাছের পরিচয়ও জানলাম ছবিঘর থেকে৷ হজম ক্ষমতা বাড়ায় মৌরি৷ আসলে মৌরি যে হজম শক্তি বাড়ায়, সে কথা আজ এই প্রথম জানলাম৷মাথাব্যথায় পুদিনা পাতা কার্যকরী ভূমিকা রাখে৷ মাথাব্যথায় পুদিনা পাতার চা বা কপালে তেল মালিশ করলে উপকার পাওয়া যায় বলে জানান প্রাকৃতিক ওষুধ বিষয়ক বিশেষজ্ঞ জার্মানির ডা. জেসিকা ম্যান্টেল৷ অনেক সময় দেখা যায় ঘুম থেকে ওঠেই শরীরে কেমন যেন ব্যথা ভাব অনুভূত হয়৷ তার জন্য রয়েছে গোলমরিচ৷ কোমর ও হাড়ের ব্যথায় গোলমরিচ ব্যথা কমাতে সাহায্য করে৷ অন্যদিকে রসুন যেমন কোলেস্টরেল কমাতে সাহায্য করে, তেমনি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়৷ এছাড়া রসুন উচ্চরক্তচাপ কমায় এবং অ্যান্টি-ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে৷ জার্মানদের রান্নাঘরে আজকাল রসুনের ব্যবহার বাড়ছে এবং রসুনের ট্যাবলেট ছাড়াও পাওয়া যাচ্ছে রসুনের জুস৷ এ সব তথ্য জেনে ভালো লাগলো৷''

‘‘সর্বশেষে আপনাদের আলোচনা থেকে জানলাম লবঙ্গের গুণের কথা৷ ফুলের মতো ছোট্ট সুন্দর লবঙ্গ রুচি ও খিদে বাড়ায় এবং কাশি দূর করে৷ লবঙ্গ শরীরে উদ্দীপক হিসেবে কাজ করে এবং দাঁতের ব্যথা সারাতে অত্যন্ত কার্যকরী৷ তাছাড়া লবঙ্গের তেলের রয়েছে জীবাণু ধ্বংসের ক্ষমতা, যা অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করে৷''

- ধন্যবাদ ভাই বারিক নিয়মিত আমাদের ওয়েবসাইটের বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে মতামত জানানোর জন্য৷ অন্য বন্ধুরাও মতামত জানাবেন কিন্তু!


সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন