1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কর ফাঁকির অভিযোগে মেসি

১৮ জুলাই ২০১৩

ফুটবলের জাদুকর লিওনেল মেসি কর ফাঁকি দিয়েছেন – এই খবরে চমকে উঠেছিলেন বিশ্বের ফুটবলপ্রেমীরা৷ মেসি অপরাধের কথা অস্বীকার করেছেন৷ শুধু তাই নয়, এবার তিনি বলেছেন, তিনি নিশ্চিত যে তাঁর উপদেষ্টারা এ সমস্যার সমাধান করে ফেলবেন৷

https://p.dw.com/p/199mP
লিওনেল মেসি সম্পর্কে কর ফাঁকির অভিযোগছবি: Reuters

ফুটবলের জাদুকর লিওনেল মেসি কর ফাঁকি দিয়েছেন – এই খবরে চমকে উঠেছিলেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা৷ তবে মেসি সেই অপরাধের কথা অস্বীকার করেছেন৷ শুধু তাই নয়, এবার তিনি বলেছেন, তিনি নিশ্চিত যে তাঁর উপদেষ্টারা এ সমস্যার সমাধান করে ফেলবেন৷

গ্রীষ্মের ছুটি কাটিয়ে বুধবার ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি৷ সেখানেই এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘আমি বা আমার বাবা কখনোই কর জাতীয় বিষয়গুলোর দেখভাল করি না৷ এসব সামলানোর জন্য আমাদের নির্দিষ্ট লোক ও আইনজীবী রয়েছেন৷ আমি বিশ্বাস করি তাঁরাই এই অভিযোগের একটা সমাধান বের করবেন৷''

Lionel Messi und Vater Jorge
লিওনেল মেসি ও ওর বাবা ইয়র্গছবি: imago/Marca

অভিযোগের বিষয়ে কথা বলতে সেপ্টেম্বরের ১৭ তারিখ মেসিকে আদালতের মুখোমুখি হতে হবে৷ এদিকে, মেসির আইনজীবীর কার্যালয় ‘ইওয়ারেজ ভেসিয়ানা'-র দাবি, ‘‘তাদের ক্লায়েন্ট স্পেনের আইন পুরোপুরি মেনে চলছেন৷ এর পরও যদি কর বিভাগ তাঁর কাছে কোনো অর্থ পেয়ে থাকে, তাহলে সেটা দেয়া হবে৷''

স্পেনের যে রাজ্যে মেসি থাকেন সেই কাতালোনিয়ার কর বিভাগ মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল৷ তারা বলেছিল, মেসি কয়েকটি দেশে তাঁর ‘ইমেজ' বা ভাবমূর্তি বিক্রি করে যে অর্থ আয় করেছেন, আয়কর রিটার্ন দাখিলের সময় সেটার উল্লেখ করেননি৷ এভাবে তিনি ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত প্রায় চার মিলিয়ন ইউরোর বেশি অর্থ আয়ের কথা এড়িয়ে গেছেন৷

অভিযোগ প্রমাণিত হোক বা না, বিশ্লেষকরা মনে করছেন এর ফলে মেসির ইতিবাচক ভাবমূর্তির উপর একটা কালো ছায়া পড়ে গেল৷

ফোর্বস ম্যাগাজিনের হিসেবে মেসি বিশ্বের দশম শীর্ষ অর্থ উপার্জনকারী অ্যাথলেট৷ ফুটবলের এক মরসুমে শুধু বেতন ও বোনাস থেকেই তাঁর আয় প্রায় ২০ মিলিয়ন ডলার বা ১৫৩ কোটি টাকা৷ এর বাইরে স্পন্সরশিপ থেকে মেসির আয় হয় প্রায় ২১ মিলিয়ন ডলার!

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য