1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কর ফাঁকির গুজব নিয়ে চটেছেন বলিউড তারকারা

২৯ জানুয়ারি ২০১১

বলিউড তারকাদের প্রতি বছরের আয় যে কারো জন্যই ইর্ষার কারণ৷ ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি তাদের এই বিশাল অংকের আয় অনেক সময় বিড়ম্বনার কারণও হয়ে থাকে৷ এই যেমন একের পর এক বলিউড তারকার বাসায় চলছে কর কর্মকর্তাদের হানা৷

https://p.dw.com/p/106xX
প্রিয়াংকা চোপড়া (ফাইল ফটো)ছবি: Eros International

গত কয়েকদিন ধরেই কর কর্মকর্তারা বলিউড তারকাদের বাসায় হানা দিয়েছেন তাদের আয় ব্যয়ের হিসাব জানার জন্য৷ আর এইসব ঘটনা বাজারে নানা ধরণের গুজব ছড়াচ্ছে সংশ্লিষ্ট তারকাদের নিয়ে৷ এতে বিব্রত হচ্ছেন বলিউডের নামজাদা সব তারকারা৷ গত সোমবার বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার বাসা ও অফিসে হানা দেয় কর কর্মকর্তারা৷ হানা দেয়া হয় বলিউডে এই মুহূর্তে সবেচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ক্যাটিরিনা কাইফের বাসাতেও৷ তবে এভাবে বাসা ও অফিসে কর কর্মকর্তাদের হানা ও তা নিয়ে বাজারে গুঞ্জনে চটেছেন প্রিয়াংক চোপড়া৷ এক বিবৃতিতে তিনি তাঁর বিরুদ্ধে কর ফাঁকির যেসব অভিযোগ উঠেছে তা উড়িয়ে দিয়েছেন৷ পাশাপাশি এসব নিয়ে ওঠা গুঞ্জনেরও সমালোচনা করেছেন প্রিয়াংকা৷ অন্যদিকে ক্যাটরিনা কাইফও জানিয়েছেন, এভাবে হয়রানি করায় তিনিও বেশ বিরক্ত৷

Screenshot YouTube, Portal für Amateurfilmer
ইউটিউবে পাওয়া যায় অনেক শখে বানানো ছবি

ইউটিউবের প্রথম ছবি

ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে এতদিন ধরে মানুষ কয়েক মিনিটের ভিডিও দেখতো৷ তাদের পাঠানো ভিডিও দিয়েই এবার পূর্ণদৈর্ঘ্য ছবি তৈরি করলো ইউটিউব৷ ‘লাইফ ইন আ ডে' নামের এই ছবি ভিডিও শেয়ারিং এর ক্ষেত্রে নতুন এক মাত্রা তৈরি করলো৷ গত বছর এই ছবি তৈরির পরিকল্পনা করা হয়৷ গত ২৪ জুলাইকে নির্দিষ্ট করা হয়, এবং সকলকে আহ্বান করা হয় দিনটির ভিডিও তারা যেন ইউটিউব কর্তৃপক্ষকে পাঠায়৷ ছবির নির্মাতারা জানান, তারা আশা করেছিলেন সর্বোচ্চ ১০ হাজার ঘন্টার ভিডিও পাবেন৷ কিন্তু ব্যাপক সাড়ার কারণে তারা পান ৮০ হাজার ঘন্টার ভিডিও৷ ১৯২টি দেশ থেকে সাড়ে চার হাজার ভিডিও পাঠানো হয়৷ আর সেসব ভিডিও থেকেই তৈরি হয়েছে ৯০ মিনিটের নতুন ছবি ‘লাইফ ইন আ ডে'৷ তবে ছবির চেয়ে এটিকে এই মুহূর্তে একটি পরীক্ষা হিসেবেই দেখছে ইউটিউব৷ সফল হলে আরও নতুন পদক্ষেপ নেবে বলে জানিয়েছে তারা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম