1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার টেনিস তারকা এবার বলিউডে

১৩ আগস্ট ২০১০

ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেস'কে এবার দেখা যাবে বলিউড'এর পর্দায়৷ ‘রাজধানী এক্সপ্রেস' ছবিতে তাঁকে ‘গান্ধীগিরি' করতে দেখা যাবে৷

https://p.dw.com/p/Omc0
মাঠের সাফল্য কি রূপালি পর্দায়ও দেখা যাবে?ছবি: AP

হঠাৎ চলচ্চিত্র জগতে পা রাখার কারণ? উত্তর মহাত্মা গান্ধী৷ হ্যাঁ, কলকাতার ছেলে লিয়েন্ডার ছবির চিত্রনাট্য পড়ে চরিত্রের মধ্যে মহাত্মা গান্ধীর আদর্শের প্রতিফলন খুঁজে পেয়েছেন৷ গান্ধীজী বলতেন, ‘‘বিশ্বে যে পরিবর্তন দেখতে চাও, সবার আগে তোমাকেই তা হতে হবে৷'' গান্ধীজীর ভক্ত হিসেবে লিয়েন্ডার এই ছবিতে ‘গান্ধীগিরি' করতে চলেছেন৷ তাঁর মতে, চিত্রনাট্যের মধ্যে বিনোদনের মোড়কে শিক্ষামূলক কায়দায় গান্ধীজীর বাণী ছড়িয়ে দেওয়া হয়েছে৷

এটাই প্রথম অফার নয়, ১৯৯৬ সালে লিয়েন্ডার'কে প্রথমবার একটি বলিউড ছবিতে অভিনয় করার অনুরোধ জানানো হয়েছিলো৷ কিন্তু তখন তিনি খেলা নিয়ে প্রচণ্ড ব্যস্ত৷ তাছাড়া অভিনয় করার তেমন কোনো তাগিদও অনুভব করেন নি৷ তাহলে এখন কেন মত বদল করলেন? তারকা খেলোয়াড় হলেও মানুষের সঙ্গে মিশে যাওয়ার সহজাত ক্ষমতা তাঁর রয়েছে৷ এই কাজ করার নানা মঞ্চের মধ্যে চলচ্চিত্রের পর্দাও রয়েছে৷ লিয়েন্ডার এমনিতেই ছবি দেখতে ভালবাসেন৷ কর্মঠ মানুষ হিসেবে তিনি প্রথম ছবির জন্য সব রকম পরিশ্রম করতে প্রস্তুত৷ এবার দেখা যাক, টেনিস কোর্টের সাফল্য রূপালি পর্দায়ও আসে কি না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক