1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় বর্ষবরণ: দোকানে দোকানে ব্যবসায়ীদের হালখাতা

১৫ এপ্রিল ২০১০

কালীঘাটের মন্দিরে পুজোর জন্য লম্বা লাইন, দোকানে দোকানে ব্যবসায়ীদের হালখাতা, শহরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি, বাংলা বছরের প্রথম দিনটা এবার ছিল রাজনৈতিক কর্মসূচি ঘোষণারও দিন৷

https://p.dw.com/p/MwyD
ছবি: AP

প্রচণ্ড গরম থেকে নিষ্কৃতি দিতে অবশেষে হয়তো কালবৈশাখী আসছে৷ পয়লা বৈশাখেই আশার কথা শোনাল আবহাওয়া দফতর যে দক্ষিণবঙ্গে ঝড় আসার উপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে৷ এদিকে রাজনৈতিক ঝড়ও আসন্ন৷ পুরসভা ভোটের দিকে নজর রেখে বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস, দু পক্ষই আন্দোলনে নেমে পড়ছে৷

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাতেই জানিয়েছিলেন, পয়লা বৈশাখের পরদিন থেকেই তাদের একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি রয়েছে৷ আর বৃহস্পতিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানালেন, ২০ এপ্রিল থেকে তাঁরাও আন্দোলনে নামছেন৷ এদিনই ফ্রন্টের পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণার কথা ছিল৷ কিন্তু কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণার কয়েকটি আসনে মতান্তর থাকায় তালিকা প্রকাশিত হবে শনিবার৷

পঞ্জিকার বিধান মেনে ১৪১৭ বাংলা বছরের বৈশাখের প্রথম কিছুদিন শুভ কাজের জন্য অনুপযুক্ত ঘোষিত হওয়ায় এবার হালখাতা পুজোর ভিড় কিছুটা কম ছিল৷ তবু ভোর রাত থেকেই কালীঘাট এবং দক্ষিণশ্বরের মন্দিরে পুণ্যার্থীদের লম্বা লাইন পড়ে যায়৷ এছাড়া কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি-সহ রাজ্যের নানা জায়গায় নাচে গানে বর্ষবরণ করা হয়৷ ব্যাতিক্রম ছিল ঘূর্নিঝড়-বিধ্বস্ত উত্তর দিনাজপুর৷ এখানে এদিন ত্রাণসাহায্য না পাওয়ায় বিক্ষোভ দেখান দুর্গত মানুষ৷

কলকাতা ময়দানে এদিন ফুটবল ক্লাবগুলির প্রথামাফিক বার পুজোর পাশাপাশি এক অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় প্রাক্তন ফুটবলার, মোহনবাগান ক্লাবের শৈলেন মান্না-কে৷ তাঁর সঙ্গেই সম্বর্ধিত হন আরও দুই প্রাক্তন ফুটবলার বদ্রু ব্যানার্জি এবং পি কে ব্যানার্জি৷ এই সম্বর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন গায়ক মান্না দে, বিচারপতি শ্যামল সেন৷

প্রতিবেদক: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লহ আল-ফারূক