1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কাইটস’ মাটিতেই, মনখারাপ বলিউডের

৩১ মে ২০১০

ঘুড়ি ওড়েনি আকাশে৷ বলিউডের লেটেস্ট খবর, ঋত্বিক বারবারা অভিনীত, বহু কোটি টাকার মুখ থোবড়ানো ছবি ‘কাইটস’-এর বক্স অফিস হাল বেহাল৷ কিন্তু হাল ছাড়েন নি ঋত্বিক কিংবা বারবারা৷

https://p.dw.com/p/NdPq
সহাস্য বারবারা মোরি, লন্ডনে ‘কাইটস’ ছবির ইউরোপীয় প্রিমিয়ারেছবি: AP

একটু মুষড়ে পড়েছে ফিলমি দুনিয়া বলিউড৷ কারণ, আকাশে উড়তে গিয়ে মাঝপথে সুতো ছিঁড়ে বেরিয়ে গেছে রাকেশ রোশনের প্রযোজনায় হিন্দী স্প্যানিশ ছবি ‘কাইটস'৷ ছবি জুড়ে আছে দুরন্ত অ্যাকশন, আছে অসাধারণ সব দৃশ্য, আছে হৈচৈ ফেলে দেওয়া নতুন গরম স্প্যানিশ নায়িকা বারবারা মোরি, আছে সুদর্শন ঋত্বিকের ভালো অভিনয়, ফাটাফাটি ক্যামেরার কাজ কিন্তু নেই কোন সত্যিকারের গল্প৷ যে গল্প টেনে রাখতে পারত দর্শককে৷

দর্শককে টেনে রাখতে ‘কাইটস'-এর এই ব্যর্থতাই বলিউডের মনখারাপের কারণ৷ বলিউডের প্রিয় তারকা রাকেশতনয় ঋত্বিকের এত জোর ঢাকঢোল পেটানো, এত বিশাল বাজেটের ছবিটার যে এমন দুর্গতি হতে পারে, সে আশঙ্কা কিন্তু ছবি মুক্তির আগে থেকেই ফিসফিস করে বাতাসে ভেসে বেড়াচ্ছিল৷ বলছিলেন ছবিতে কাজ করা কলাকুশলীরাই৷ দেখা গেল, তাঁরা ভুল বলেন নি৷ ‘কাইটস' সটান মাটিতে৷ আকাশে উড়তে না উড়তেই সিনেমাহলে মাছিরাই দর্শক৷ মানুষজন যে যার বাড়িতে৷ এত প্রচারও তাদের টেনে আনতে ব্যর্থ৷ কারণ, ওই একটাই, কেন যে ঘটনার কোন গতি নেই, কেন যে অযৌক্তিক সব দৃশ্য ছবিতে আসছে, কেন যে কিসের পরে কি ঘটছে, কেন যে নায়ক নায়িকা ছবির শেষে আত্মহত্যা করছে, তার কোনটারই কোন মাথামুন্ডু নেই৷ আসলে, যা দেখতে দর্শক সিনেমাহলে এসে পয়সা দিয়ে যায়, সেই গল্পটারই কোন ঠিকঠিকানা নেই৷

Der indische Bollywood-Star Hrithik Roshan
চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঋত্বিক৷ছবি: UNI

ঠিকানা নেই, তবুও সেটাকে ঠিকানা দিতে এখনও কিন্তু লড়ে যাচ্ছেন ঋত্বিক আর নায়িকা বারবারা মোরি৷ দুজনেই এখনও ছবিটার জন্য প্রচার চালাতে পিছপা নন৷ যাচ্ছেন ইতিউতি, কথা বলছেন দর্শকদের সঙ্গে৷ দু'এক জায়গায় তো তারকাদের দেখতে এমন ভিড় হয়েছে যে জনতার চাপে পদপিষ্ট হওয়ার উপক্রম৷ পুলিশ ডেকে পরিস্থিতি সামলাতে হয়েছে৷

কিন্তু, বেচারি ঋত্বিক! গোটা ভারতের বা গোটা দুনিয়ার সব সিনেমাহলে তো আর তিনি সশরীরে যেতে পারবেন না! অতএব মেনে নিতেই হচ্ছে যে আকাশে ভালো করে ওড়া তো দূরের কথা, আকাশের মুখই দেখল না শত কোটি টাকার ‘কাইটস'৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই