1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজ শুরু করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল

২৯ মার্চ ২০১০

পুরনো হাইকোর্ট ভবনের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এজলাসে বিচারকদের আসন গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে কাজ শুরু করল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল৷

https://p.dw.com/p/MhGd
ছবি: DW

ট্রাইব্যুনালের প্রধান, বিচারপতি নাসিমুল হকের নেতৃত্বে তিন জন বিচারপতি সোমবার আনুষ্ঠানিকবাবে কাজ শুরু করেছেন৷

এজলাসে আসন গ্রহনের পর বাইরে এসে ট্রাইব্যুনালের প্রধান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷ তিনি জানান, আদালতের সবদিক তারা দেখছেন৷ স্বচ্ছতার সঙ্গে বিচার হবে৷ আর নিরাপত্তার বিষয়টিও সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে৷

একইভাবে প্রসিকিউশন টিমও কাজ শুরু করেছে৷ কাজ শুরু করেছে তদন্ত সংস্থা৷ এটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, তদন্ত এবং বিচারের জন্য দেশের বাইরে থেকে তথ্য-প্রমাণ এবং রেফারেন্স সংগ্রহের কাজ চলছে৷

আর আইনমন্ত্রী ব্যরিষ্টার শফিক আহমেদ বলেছেন প্রসিকিউশনের কয়েকজন আইনজীবীকে বাদ দিয়ে প্রসিকিউশন প্যানেল পুনর্গঠন করা হবে৷ বিতর্কের উর্ধ্বে থাকার জন্য কোন এমপি বা দলীয় আইনজীবীকে প্রসিকিউশন প্যানেলে রাখা হবেনা৷

খ্যাতিমান আইনজীবী ব্যারিষ্টার আমীর উল ইসলাম ডয়চে ভেলেকে বলেছেন, একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে৷ আর তা করা হয়েছে ধর্মের নামে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ