1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজ শুরু হয়েছে আশুলিয়ার তৈরি পোশাক কারখানায়

২৩ জুন ২০১০

হঠাৎ সিদ্ধান্তে একদিন বন্ধ থাকার পর বুধবার থেকে ঢাকার অদূরে আশুলিয়ার দু'শতাধিক তৈরি পোশাক কারখানা আবার কর্মমূখর হয়ে উঠেছে৷

https://p.dw.com/p/O0s9
বাংলাদেশে তৈরি পোশাক শিল্পক্ষেত্রে বার বার অশান্তি দেখা যাচ্ছেছবি: AP

মঙ্গলবার রাতে মালিক শ্রমিক আর সরকারের মধ্যে সমঝোতার পর বুধবার থেকে পোশাক কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত হলে সকালেই শ্রমিকরা কাজে যোগ দেন৷ শুরু হয়েছে পুরো মাত্রায় উৎপাদন৷

কাজে যোগ দিতে আসা শ্রমিকরা জানান, সর্বনিম্ন মজুরি ৫ হাজার টাকার দাবি মেনে নেয়া উচিত মালিক পক্ষের৷ এজন্য নিয়মতান্ত্রিক আন্দোলন ন্যায়সঙ্গত ৷ কিন্তু ভাঙচুর বা নাশকতামূলক কাজ ঠিক নয় ৷ এর সঙ্গে সাধারণ শ্রমিকদের যোগ আছে বলে তাদের মনে হয়না৷

সরকার ৩টি শিল্পাঞ্চলের তৈরি পোশাক শিল্পের সমস্যা দেখার জন্য ৩ জন এমপিকে দায়িত্ব দিয়েছে৷ এর মধ্যে আশুলিয়া এলাকার তৈরি পোষাক কারখানা দেখার দায়িত্ব মুরাদ জং এমপির৷ তিনি পরিদর্শনে গিয়ে জানিয়েছেন, সমস্যা সমাধানে সবপক্ষকে ছাড় দিতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন