1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান্ট্রি সংগীতের সম্রাট জনি ক্যাশ

২৪ ফেব্রুয়ারি ২০১১

পশ্চিমের কান্ট্রি সংগীত জগতের এক অসাধারণ ব্যক্তিত্ব জনি ক্যাশ৷ পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি তাঁর সমাজ ও রাজনীতি সচেতন সংগীত দিয়ে জয় করেছিলেন বিশ্বের লক্ষ মানুষের হৃদয়৷ পেয়েছিলেন জনপ্রিয়তা৷

https://p.dw.com/p/R3mu
৬৯ সালে জনি ক্যাশছবি: AP

জনি ক্যাশ ছিলেন গীতিকার, সুরকার, লেখক, অভিনেতা ও গায়ক৷ তাঁর গভীর সুরেলা কণ্ঠস্বর এবং ব্যতিক্রমধর্মী ও সমাজ সচেতন সংগীত আলোড়ন সৃষ্টি করেছিল বিশ্বব্যাপী৷ কয়েক দশক ধরে সারা বিশ্বের সংগীতানুরাগীদের উপহার দিয়েছেন তাঁর রচিত অসাধারণ সব গান৷

জনি ক্যাশ’এর জন্ম ১৯৩২ সালে আমেরিকার আরকেনস রাজ্যের কিংসল্যণ্ডে৷ দশ বছর বয়সে মায়ের কাছ থেকে একটি গিটার উপহার পান তিনি৷ সেই থেকেই গিটারে তাঁর হাতেখড়ি৷ সেই সাথে সংগীতেও কিছুকাল শিক্ষা লাভ করেন তিনি৷ কান্ট্রি সংগীতের প্রতি তার ছিল গভীর অনুরাগ৷ ১৯৫০ সালে হাই স্কুল শেষ করে বিমানবাহিনীতে যোগ দেন তিনি৷ জার্মানির বাভেরিয়া রাজ্যে প্রশিক্ষণের সময় তিনি গঠন করেন তাঁর প্রথম সংগীত গোষ্ঠী৷ ১৯৫৪ সালে তিনি ফিরে আসেন অ্যামেরিকার টেনেসি রাজ্যের মেমফিস শহরে৷ এখানে ‘টেনেসি থ্রি’ সংগীত গোষ্ঠী নিয়ে সংগীত জগতে শুরু হয় তাঁর অগ্রযাত্রা৷ ১৯৫৫ সালে ‘ক্রাই, ক্রাই, ক্রাই’ অ্যালবাম তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷

সত্তর দশকে ‘ম্যান ইন ব্ল্যাক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি৷ চোখে কালো সান গ্লাস, কালো স্যুট আর হাতে গিটার৷ তাঁর এই কালো পোষাক ছিল দরিদ্র, ক্ষুধার্ত ও নিপীড়িত মানুষের প্রতীকি৷ ৭১ সালে রচিত তাঁর গান ‘ম্যান ইন ব্ল্যক’ এ পরিষ্কারভাবে ব্যক্ত করেছেন তাঁর বক্তব্য৷

গসপেল, কান্ট্রি এবং লোক সংগীত থেকে শুরু করে রক্, পপ্, জ্যাজ – সব ধরণের সংগীতাঙ্গনে ছিল জনি ক্যাশ’এর বিচরণ৷ বিশ্বের বহু খ্যাতিমান শিল্পী তাঁর সংগীতে প্রভাবিত হয়েছেন৷ পাঁচশোর বেশি সংগীত রচনা করেছেন তিনি৷ পাঁচ কোটি তিরিশ লক্ষ রেকর্ড বিক্রি হয়েছে তাঁর৷ ১৫ বার গ্র্যামি সহ আরো বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন জনি ক্যাশ৷ ২০০৩ সালের ১২ সেপ্টেম্বর, ৭১ বছর বয়সে মৃত্যু বরণ করেন বহুমুখী প্রতিভার অধিকারি এই সংগীত শিল্পী ৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: সঞ্জীব বর্মন