1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান চলচ্চিত্র উৎসবে অর্থনৈতিক সঙ্কটের কালো ছায়া

৯ মে ২০১০

বিশ্ববিখ্যাত কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ই মে৷ এবার উৎসবের অনেক ছবিরই বিষয় অর্থনৈতিক সঙ্কট ও মানুষের লোভ-লিপ্সা৷

https://p.dw.com/p/NJl8
শেয়ার বাজারকে প্রেক্ষাপট করেছে চলচ্চিত্র শিল্পছবি: AP

গ্রিসের আর্থিক সঙ্কট, ইউরো মুদ্রার টালমাটাল অবস্থা, বেকারত্ব বেড়ে যাওয়ার আশঙ্কা – ইউরোপ মহাদেশ যখন এই সব সমস্যায় জর্জরিত, তখন পরিত্রাতার ভূমিকায় ফিরে আসছেন রবিন হুড৷ তবে বাস্তবে নয়, রূপালি পর্দায়৷ রাসেল ক্রো অভিনীত এই ছবিটি এবারের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে৷ ইংল্যান্ডের এই সহৃদয় ডাকাত চরিত্র এর আগেও একাধিকবার পর্দায় এসেছেন বটে, তবে এবার নাকি রিডলি স্কট পরিচালিত ছবিটি দর্শকদের তাক লাগিয়ে দেবে৷ রবিন হুড'এর বান্ধবী মেড মারিয়ান'এর চরিত্রে অভিনয় করছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত নায়িকা কেট ব্ল্যানশেট৷

এবারের কান চলচ্চিত্র উৎসবে বেশ কিছু ছবি দেখা যাবে, যার প্রেক্ষাপট চলমান অর্থনৈতিক সঙ্কট৷ বিশ্বজুড়ে অর্থনৈতিক সঙ্কটের সূত্রপাত যেখানে ঘটেছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের পটভূমিকায় তৈরি হয়েছে ছবি, যার নাম ‘ওয়াল স্ট্রিট: মানি নেভার স্লিপস'৷ পরিচালক অলিভার স্টোন৷ মুখ্য অভিনেতা মাইকেল ডগলাস৷ ছবিতে গর্ডন গ্রেকো নামের দালালের ভূমিকায় ডগলাস শেয়ার বাজারের ভরাডুবি আগেভাগেই আঁচ করে সতর্ক করার চেষ্টা করছেন৷ থাকছে একই বিষয় অবলম্বনে এক তথ্যচিত্র, যার নাম ‘ইনসাইড জব'৷

১২ দিনের এই উৎসবে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ১০,০০০ মানুষ উপস্থিত থাকবেন৷ সংবাদ মাধ্যমেরও প্রায় ৪,০০০ প্রতিনিধির আসার কথা৷ বিচারকমণ্ডলীর মধ্যে রয়েছেন ভারতের পরিচালক শেখর কাপুর৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম