1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে জঙ্গি হানা, ৯ ভারতীয়সহ নিহত ১৭

২৬ ফেব্রুয়ারি ২০১০

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারো জঙ্গি হানা৷ বিদেশীসহ নিহত কমপক্ষে ১৭ জন, আহত বেশ কয়েকজন৷ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত, ন্যাটোসহ আন্তর্জাতিক সম্প্রদায়৷

https://p.dw.com/p/MDOZ
ছবি: AP

শুক্রবার কাবুলের কেন্দ্রে আত্মঘাতী বিশেষ বর্ম পরিহিত তালেবান জঙ্গিরা হামলায় অংশ নেয়৷ তাদের হাতে ছিল স্বয়ংক্রিয় রাইফেল৷ কাবুলের যে অংশে বিদেশিদের আনোগানা বেশি সেই জায়গাটাই ছিল হামলার লক্ষ্যবস্তু৷ একটি হোটেল এবং গেস্ট হাউসে তাদের আক্রমণে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৭ জন, যাদের মধ্যে অধিকাংশই বিদেশি৷ এই প্রসঙ্গে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তা আব্দুল গহর জানান, কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাত্র ৩০০ মিটার দূরের শাফি ল্যান্ডমার্ক হোটেল এবং সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে পর পর কয়েকটি বিস্ফোরণ ঘটে৷

ইতিমধ্যেই অবশ্য ঘটনার দায় স্বীকার করে নিয়েছে তালেবান জঙ্গিরা৷ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, পাঁচ তালেবান বোমা হামলাকারী দুই জায়গায় হামলায় অংশ নিয়েছে৷

Selbstmordanschläge in Kabul Afghanistan Flash-Galerie
ছবি: AP

শুক্রবারের এই হামলায় সবচেয়ে বড় ভুক্তভোগী ভারত৷ সরকারী কর্মকর্তাসহ দেশটির কমপক্ষে ৯ নাগরিক এই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. এম. কৃষ্ণা৷ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, গত ২০ মাসে এটি ছিল কাবুলে ভারতীয়দের উপর তৃতীয় হামলা৷

হামলার প্রতক্ষ্যদর্শী এক ভারতীয় নাগরিক জানিয়েছেন, ঘটনার সময় আমরা রুমেই ছিলাম৷ সকাল সকাল সেখানে গোলাগুলি এবং বিস্ফোরণ ঘটে৷ নিজেদের বাঁচানোর জন্য আমরা রুমেই বসে ছিলাম৷

এই হামলায় নিহতদের মধ্যে একজন ফরাসি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে ফ্রান্স৷ এক বিবৃতিতে ফরাসি সরকার জানিয়েছে, নিহত নাগরিক একজন চলচ্চিত্র নির্মাতা৷ আফগানিস্তানের তরুণ পরিচালকদের প্রশিক্ষণের জন্য কাবুলে অবস্থান করছিলেন তিনি৷ ইটালির এক নাগরিকও নিহতের তালিকায় রয়েছেন বলে প্রকাশ৷

এদিকে, কাবুলে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাটো মহাসচিব আন্দ্রেস ফঘ রাসমুসেন৷ এক বিবৃতিতে তিনি বলেন, আরো একবার আফগানিস্তানের শত্রুরা নিরপরাধ সাধারণ মানুষ, আফগান আর বিদেশি কর্মীদের হত্যা করলো৷

Selbstmordanschläge in Kabul Afghanistan Flash-Galerie
ছবি: AP

নিন্দা জানানোর তালিকায় আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও৷ বলেছেন, এধরণের হামলা আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর শান্তি ফিরিয়ে আনার প্রয়াসে বাধা সৃষ্টি করতে পারবে না৷

প্রসঙ্গত, আফগানিস্তানে এই বছর সবচেয়ে বড় জঙ্গি হামলা এটি৷ দেশটির হেলমন্দে জঙ্গিদের বিরুদ্ধে আন্তর্জাতিক বাহিনীর জয় যখন দ্বারপ্রান্তে তখনই এই আঘাত জানিয়ে দিলো যে এখনো বেশ শক্ত অবস্থাতেই আছে তালেবান জঙ্গিরা৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক