1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে শান্তি সম্মেলনে আত্মঘাতী হানা

২ জুন ২০১০

আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠানরত শান্তি সম্মেলন বা জির্গা বৈঠক চলাকালে বুধবার আত্মঘাতী হামলা চালিয়েছে আফগান আত্মঘাতী কমান্ডোরা৷ হামলায় দু'জন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে৷

https://p.dw.com/p/Nfbm
কাবুলে শান্তি সম্মেলন বা জির্গা বৈঠকছবি: AP

এসময় অপর এক আত্মঘাতী হামলাকারীকে আটক করেছে আফগান পুলিশ৷ দেশটির বয়োজ্যোষ্ঠ এবং রাজনৈতিক নেতারা এই সম্মেলনে যোগ দেন৷ প্রায় ১হাজার ৩'শ প্রতিনিধি রয়েছেন এই সম্মেলনে৷ অন্তত তিনটি রকেট ছোড়া হয় সম্মেলন লক্ষ্য করে৷ পুলিশের সঙ্গে বেশ কয়েকজন বন্দুকধারীর সংঘর্ষ হয়েছে৷ তাদের মধ্যে একজন নিজেকে বোমা মেরে উড়িয়ে দেয়৷ দু' জন আত্মঘাতী হামলাকারী প্রাণ হারায় এবং একজনকে আটক করা হয়৷

বৈঠকের আয়োজন করা হয় বিশাল এক তাঁবুতে৷ শান্তি জিরগার আয়োজক গুলাম ফারুক ওয়ারডাক বৈঠকের প্রতিনিধিদের বলেন, আত্মঘাতী হামলাকারীদের তিনজনই বোরখা পরে ছিল৷ তারা বোরখা পরিহিত অবস্থাতেই একটি নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করে এবং সেখান থেকে তাঁবু লক্ষ্য করে একটি রকেট চালিত গ্রেনেড ছোঁড়ে৷ তিনি বলেন, অশেষ ধন্যবাদ যে তাদের দু'জন নিহত হয়েছে৷ নিজের করা অপরাধেরই মূল্য দিয়েছে তারা৷ এবং তৃতীয় জনকে আটক করা হয়েছে৷

এদিকে বুধবারই তালেবানের পক্ষ থেকে এই আত্মঘাতী হামলার দায়িত্ব স্বীকার করা হয়৷ তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, জির্গা তাঁবুর কাছে একটি উঁচু ভবনে আমরা আমাদের চারজন আত্মঘাতী হামলাকারীকে রেখেছি৷ তারা জির্গার জন্য এক হুমকি৷ তিনি বলেন, তারা রকেট ব্যবহার করছে, সাথে রয়েছে ক্ষদ্র অস্ত্র এবং তাদের শরীরের সঙ্গে বিস্ফোরক বাঁধা আছে৷

ওদিকে আফগান পুলিশ শান্তি জির্গার কাছে একটি বাড়ি ঘিরে রেখেছে৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ এফপিকে বলেছেন, সেখান থেকেই সন্ত্রাসী কর্মকান্ড চালানো হচ্ছে৷ মুখপাত্র জেমারাই বাশারি বলেন, আফসারে একটি বাড়ি থেকেই সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে৷ সে কারণেই পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে৷

শান্তি সম্মেলন বা জির্গার বৈঠক ডাকেন প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ তালেবানের সঙ্গে শান্তি পদক্ষেপ নিয়ে আলোচনার জন্যে এই বৈঠক ডাকা হয়৷ হামলা সত্ত্বেও প্রেসিডেন্ট তাঁর উদ্বোধনী বক্তব্য অব্যাহত রাখেন এবং পরে তিনি সাঁজোয়া বহর নিয়ে এলাকা ত্যাগ করেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আবদুস সাত্তার