1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে শান্তি ফেরাতে ভারতের উদ্যোগ

২৫ সেপ্টেম্বর ২০১০

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক অশান্তির পর ভারত সরকার সে রাজ্যে শান্তি ফেরাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে৷

https://p.dw.com/p/PMgB
কাশ্মীরে শান্তি ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম শনিবার ৮ দফা প্রস্তাব দিয়েছেনছবি: AP

১৭টি রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে কাশ্মীর সফরের শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম শনিবার এক ৮ দফা প্রস্তাব দিয়েছেন৷ তাছাড়া কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও যুব সংগঠনের সঙ্গে সংলাপ শুরু করতে কোনো এক বিশিষ্ট ব্যক্তির নেতৃত্বে মধ্যস্থতাকারীদের একটি গোষ্ঠী গঠন করার কথাও বলেন চিদাম্বরম৷ তবে কারা সেই গোষ্ঠীর সদস্য হবেন, এবিষয়ে তিনি কিছু জানান নি৷ একাধিক পদক্ষেপের মাধ্যমে জম্মু ও কাশ্মীর রাজ্যের মানুষের একটা বড় অংশের সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন চিদাম্বরম৷

গত ১১ জুন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৭ বছর বয়সী এক তরুণের মৃত্যুর পর থেকে রাজ্যে অশান্তি চলছে৷ তখন থেকে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে লাগাতার সংঘর্ষের ফলে সরকারি হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত ১০৭ জন নিহত হয়েছে৷ এর মধ্যে পুলিশ ও আধা-সামরিক বাহিনীর গুলিতে মূলত তরুণ বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনাও রয়েছে৷ ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং-এর সরকার সাম্প্রতিক এই হিংসালীলার ফলে প্রবল সমালোচনার মুখে পড়েছে৷

Kaschmir Muslime Proteste
এই অবস্থার উন্নতি করতে চায় ভারতছবি: AP

নিরাপত্তা বাহিনীর দিকে লক্ষ্য করে পাথর ছোড়ার জন্য যেসব ছাত্র ও তরুণদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য রাজ্য সরকারকে বলা হবে, জানান চিদাম্বরম৷ তাছাড়া কাশ্মীর উপত্যকা – বিশেষ করে রাজধানী শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা কমানোর বিষয়েও সরকার ভাবনা-চিন্তা করছে৷ গোটা রাজ্যে নিরাপত্তার খাতিরে অসংখ্য চেকপয়েন্ট গড়ে তোলা হয়েছে, যা স্থানীয় মানুষের গতিবিধির জন্য বড় এক সমস্যা৷ স্বরাষ্ট্রমন্ত্রী এই বাধা দূর করার ইঙ্গিত দিয়েছেন৷ উপদ্রুত এলাকার তালিকাও নতুন করে খতিয়ে দেখা হবে৷ এই সব এলাকায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা কার্যকর করাকে কেন্দ্র করে প্রবল সমালোচনা শোনা যায়৷ তবে আইন-শৃঙ্খলা যেহেতু রাজ্য সরকারের এক্তিয়ারে পড়ে, তাই কাশ্মীরের রাজ্য সরকারকেই এসব বিষয়ে নতুন করে খতিয়ে দেখার জন্য অনুরোধ জানানো হবে৷

স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমের এই প্রস্তাবমালা সম্পর্কে এখনো বিচ্ছিন্নতাবাদী নেতাদের কোনো প্রতিক্রিয়া শোনা যাচ্ছে না৷ উল্লেখ্য, তাঁদের একটা বড় অংশ চিদাম্বরমের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক