1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর: পাকিস্তান যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করল

২২ সেপ্টেম্বর ২০১০

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনা এবার পৌঁছেছে নিউ ইয়র্কে৷ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি কাশ্মীরে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের আহবান জানিয়েছেন৷

https://p.dw.com/p/PJPe
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিছবি: AP

বিশেষ করে পাকিস্তানের বন্যা দুর্গতদের অবস্থা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিশ্ববাসীকে ওয়াকিবহাল করতে কুরেশি জাতিসংঘে যান৷ কিন্তু গতকাল নিউ ইয়র্কের একটি ‘থিংক ট্যাংকে' প্রদত্ত' ভাষণে কাশ্মীর প্রসঙ্গ টেনে আনেন তিনি৷

সম্প্রতি কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে৷ কাউন্সিল অন ফরেন রিলেশন্স বা বৈদেশিক সম্পর্ক পরিষদে কুরেশি বেশ জোর দিয়েই বলেন, কাশ্মীরের পরিস্থিতির অবনতির জন্য পাকিস্তান নয়, বরং ভারতই দায়ী৷ কাশ্মীর এলাকায় শান্তি ফিরিয়ে আনতে কুরেশি অ্যামেরিকার সরাসরি হস্তক্ষেপের আহবান জানান৷ তিনি আরো বলেন, কাশ্মীরের মানুষের শান্তি এবং নিরাপত্তা বারবার বিঘ্নিত হচ্ছে ভারতের কারণে৷

বলা প্রয়োজন, গতকাল পাকিস্তান সংসদে একটি প্রস্তাব পাশ করা হয়৷ সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়, ভারতকে অবিলম্বে কাশ্মীর এলাকা থেকে সেনা সরিয়ে নিতে হবে৷ গত তিন মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে একশোর বেশী মানুষ প্রাণ হারায়৷ এসব ঘটনার জন্যও ভারতকে দায়ী করে পাকিস্তান৷ এই প্রস্তাব পাশের উত্তরে ভারত জানিয়েছে, একতরফা ভাবে পাকিস্তান এ ধরণের প্রস্তাব পাশ করতে পারে না৷ তাদের সে এক্তিয়ারও নেই৷

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরমের নেতৃত্বে ৪০ জন ভারতীয় সাংসদের একটি দল শ্রীনগরে গিয়েছিল৷ তিন দিন ব্যাপী সেই সফরের আজ ছিল শেষ দিন৷ দীর্ঘ এই আলোচনা কোন সুফল বয়ে আনেনি৷ পুরোপুরি ব্যর্থ হয়ে প্রতিনিধি দলটি ফিরে গেছে নতুন দিল্লি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য