1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গায়ক লু রিডের পরলোক গমন

২৯ অক্টোবর ২০১৩

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়ক এবং ‘ভেলভেট আন্ডারগ্রাউন্ড' ব্যান্ডের অন্যতম সদস্য লু রিড পরলোক গমন করেছেন৷ রোববার সকালে নিউ ইয়র্ক শহরের লং আইল্যান্ডে মাত্র ৭১ বছর বয়সে মারা যান তিনি৷

https://p.dw.com/p/1A7Cr
SYDNEY, AUSTRALIA - MAY 28: American musician Lou Reed attends a media conference to launch the Vivid LIVE program at Sydney Opera House on May 28, 2010 in Sydney, Australia. Vivid LIVE, part of the Vivid Sydney Festival, is curated by Reed and Anderson which will feature a number of concerts, small intimate evenings and various free events. (Photo by Brendon Thorne/Getty Images)
ছবি: Getty Images/Brendon Thorne

‘...জাস্ট আ পারফেক্ট ডে, ইউ মেক মি ফরগেট মাইসেল্ফ/আই থট আই ওয়াজ সামওয়ান এল্স, সামওয়ান গুড...' – লু রিডের এই গানটি যিনি শুনেছেন, তিনি নিশ্চয় জানেন কত বড় শিল্পী ছিলেন রক সংগীতের এই প্রভাবশালী ব্যক্তিত্ব৷

১৯৬০-এর দশকে লু রিডের নেতৃত্বেই গড়ে ওঠে ‘ভেলভেট আন্ডারগ্রাউন্ড' নামের একটি ব্যান্ড৷ মজার ব্যাপার, ব্যান্ডের প্রথম অ্যালবামটি কিন্তু বাণিজ্যিকভাবে তেমন সফল হয়নি৷ মাত্র ৩০ হাজার কপি বিক্রি হয় এটির৷ কিন্তু পাংক আর্ট এবং রক ঘরানার সংগীত শিল্পীদের জন্য ব্যান্ডটি হয়ে ওঠে এক অনুপ্রেরণার মাধ্যম৷ সংগীতকার ব্রায়ান এনোর মতে, প্রথম অ্যালবাম বাণিজ্যিকভাবে সফল না হলেও যাঁরাই এটি কেনেন, তাঁরা সকলেই এক-একটি ব্যান্ড গঠন করেন পরবর্তীতে৷

১৯৭২ সালে এই ব্যান্ড ছেড়ে একক ভাবে গান গাওয়া শুরু করেন রিড৷ বিটলস বা বব ডিলানের মতো বাণিজ্যিক সফলতা না পেলেও তাঁর লেখা গান বিশ্বব্যাপী ব্যাপক সমাদৃত হয়৷ ‘ন্যাশনাল অ্যাকাডেমি অফ রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্স'-এর প্রেসিডেন্ট নিল পোর্টনো বলেন, গিটারে রিডের অসাধারণ দক্ষতা ছিল৷ এছাড়া, তাঁর লেখা গান কেবল রক শিল্পীদের নয়, অনুপ্রাণিত করেছে পাংক এবং বিকল্প ধারার শিল্পীদেরও৷

Beatles / Foto 1964 Musik / Rock- und Popgruppen: The Beatles. - The Beatles (v.l.n.r.: John Lennon, Ringo Starr, Paul McCartney, George Harrison). - Foto, um 1964.
বিটলসছবি: picture alliance / akg-images

তাঁর গানের কথা সমাজ সচেতনায় বড় ভূমিকা রাখে৷ ‘পারফেক্ট ডে' তো বটেই, ‘সুইট জেন', ‘স্যাটেলাইট অফ লাভ', ‘হিরোইন', ডেভিড বোয়ির সঙ্গে একযোগে তৈরি করা ‘ট্রান্সফর্মার' আথবা ‘পেল ব্লু আইজ' বা ‘অল টুমরোস পার্টিস' – এসব গানের কথা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিশ্বে৷

অপর বিখ্যাত গান ‘ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড'-এর মতো লু নিজেও যেন সারা জীবন ‘অন্য রাস্তা' দিয়ে হেঁটেছেন৷ দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ এবং মদ্যপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশ্বখ্যাত এই শিল্পীর যকৃত৷ রিডের সাহিত্য বিষয়ক প্রতিনিধি অ্যান্ড্রু ইউলি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এ বছরের জানুয়ারিতে যকৃত প্রতিস্থাপন করার পর অসুস্থই ছিলেন রিড৷ এ কারণে এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ায় কয়েকটি কনসার্টও বাতিল করেন তিনি৷ ইউলি জানান, রিড অসাধারণ একজন শিল্পী এবং তাঁর শূন্যতা কেউ পূরণ করতে পারবে না৷ বলা বাহুল্য, রক মিউজিকের সবচেয়ে প্রভাবশালী গায়ক ও গীতিকারদের একজন হিসেবে বিবেচনা করা হয় রিডকে৷

৭০-এর দশকে রিড হোয়াইট হাউসে পারফর্ম করেছিলেন, যা ছিল এক কথায় অসামান্য৷ ১৯৯৯ সালে দীর্ঘ মিউজিক ভিডিও ক্যাটাগরিতে গ্র্যামি পান তিনি৷ এরপর ২০০২ সালে জনপ্রিয় লেখক এডগার অ্যালান পো-র স্মরণে ‘দ্য রেভেন' এবং ২০১১ সালে মেটালিকার সাথে ‘লুলু' অ্যালবাম বের করেন রিড, যা তাঁকে দর্শক-শ্রোতার মাঝে অন্য রূপে তুলে ধরে৷ এখানেই শেষ নয়, ১৯৯৬ সালে ‘ভেলভেট আন্ডারগ্রাউন্ড' ব্যান্ডটি ‘রক অ্যান্ড রোল'-এর ‘হল অফ ফেম'-এ স্থান পায়৷

জার্মানিতেও লু রিড ভক্তের সংখ্যা অবশ্য কম নয়৷ এক-আধ বার নয়, জীবনের বিভিন্ন পর্যায়ে প্রায় পাঁচবার জার্মানিতে এসেছিলেন রিড৷ করেছিলেন কনসার্ট৷ ২০০৬ সালে তাঁর ‘বার্লিন ট্যুর' আর তাঁর‘বার্লিন' নামের ‘কম্পোজিশনকে আজও ভোলেনি রাজধানীবাসী৷ সেখানে বেশ কিছু দিন জীবনযাপনও করেন লু রিড৷ হয়ে ওঠেন একজন ‘বার্লিনার'৷

এপিবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান