1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিছুক্ষণ পরই ফিরে আসছে ‘এন্ডেভার’

১ জুন ২০১১

আর মাত্র কয়েক ঘন্টা৷ তারপরই পৃথিবীতে ফিরে আসছে মার্কিন মহাকাশ ফেরি ‘এন্ডেভার’৷ এটাই তার শেষ ফেরা৷ কেননা আর কখনো সে যাবে না মহাকাশে৷

https://p.dw.com/p/11RyG
The U.S. and orbiter flags wave in the breeze as the space shuttle Endeavour sits on Launch Pad 39-A at the Kennedy Space Center in Cape Canaveral, Fla., Sunday, May 15, 2011. Endeavour, and her crew of six astronauts, is scheduled to lift off Monday morning on a 16-day mission to the international space station. (AP Photo/Chris O'Meara)
ছবি: AP

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার একটু পরই ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের মাটি ছোঁয়ার কথা এন্ডেভারের৷

ঠিক এই অবস্থা হয়েছিল আরেক মহাকাশ ফেরি ‘ডিসকভারি'র৷ এ বছরের শুরুর দিকে সেটিও মহাকাশে শেষযাত্রা করে এসেছে৷

ডিসকভারি আর এন্ডেভার ছাড়া মার্কিন মহাকাশ সংস্থা নাসা'র শাটল কর্মসূচির আরেক ফেরির নাম আটলান্টিস৷ আগামী মাসের ৮ তারিখে তার শেষযাত্রায় যাবার কথা৷ তাহলেই শেষ হয়ে যাবে ৩০ বছর ধরে চলে আসা শাটল কর্মসূচি৷

এরপর থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস'এ যেতে নভোচারীদের রাশিয়ার মহাকাশ ফেরি ভাড়া করতে হবে৷ যার একটি আসনের ভাড়া হবে ৫১ মিলিয়ন ডলার৷

নাসা বলছে নতুন মহাকাশ ফেরি তৈরি হবে ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে৷

১৬ দিনব্যাপী শেষযাত্রায় এন্ডেভারের নভোচারীরা আইএসএসএ ‘আলফা-ম্যাগনেটিক স্পেকট্রোমিটার-২' স্থাপন করেছে৷ যেটা মহাজগতের উৎস সম্পর্কে গবেষণা করতে বিজ্ঞানীদের সহায়তা করবে৷

নাসার শাটল কর্মসূচি শেষ হওয়ার পর তিন মহাকাশ ফেরিকে যাদুঘরে পাঠিয়ে দেয়া হবে৷ এই কর্মসূচির আওতায় আরো দুটি মহাকাশ ফেরি ছিল যেগুলো দুর্ঘটনায় পড়ে ধ্বংস হয়ে গেছে৷ এর মধ্যে ‘চ্যালেঞ্জার' দুর্ঘটনায় পড়ে ১৯৮৬ সালে, আর ‘কলম্বিয়া' ২০০৩ সালে৷ এসব দুর্ঘটনায় মারা যান ১৪ জন নভোচারী৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস