1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিছু ভূমিদস্যু সরকারকে হুমকি দিচ্ছে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৫ জুন ২০১০

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ, চীনা ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, গণপূর্ত প্রতিমন্ত্রীর সংসদ বক্তৃতা এসবই আজকের ঢাকার গণমাধ্যমের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ৷

https://p.dw.com/p/NqrS
প্রধানমন্ত্রীর সমর্থন রয়েছে ড্যাপের প্রতিছবি: DW

চীনা ভাইস প্রেসিডেন্টের সফর

সফরটি যেখানে পত্রিকাগুলোর শীর্ষ খবর হওয়ার কথা সেখানে কয়েকটি পত্রিকায় তা দ্বিতীয় প্রধান বা তার চেয়েও কম গুরুত্ব পেয়েছে৷ এর কারণ বিশ্বকাপে আজ মাঠে নামছে ব্রাজিল৷ যাই হোক৷ চীনা প্রেসিডেন্টের যে কথাটি পত্রিকাগুলো গুরুত্ব দিয়ে ছেপেছে তা হলো মহাকাশে বাংলাদেশের প্রথম উপগ্রহ উৎক্ষেপণে সহায়তা দেবে চীন৷ এছাড়া বঙ্গোপসাগরের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন৷ ডেইলি স্টার এই মন্তব্যটি নিয়েই তাদের শীর্ষ প্রতিবেদনটি ছেপেছে৷ আর ‘‘বাংলাদেশ শিগগিরই মধ্যম আয়ের দেশ হবে'' বলে চীনা ভাইস প্রেসিডেন্টের মন্তব্যকে সামনে নিয়ে এসেছে কালের কন্ঠ৷

বিশ্বকাপ আয়োজন

কালের কন্ঠ আর সমকালের শীর্ষ খবর ব্রাজিলকে নিয়ে৷ এর মধ্যে কালের কন্ঠের শিরোনাম পড়ে অনেকে হয়তো ভুরু কুঁচকাতে পারেন৷ কারণ শিরোনাম হলো ‘‘আজ শুরু আসল বিশ্বকাপ!'' পত্রিকাটির বক্তব্য ব্রাজিল খেলতে না নামলে বিশ্বকাপ শুরু হয়েও ঠিক হয় না৷ জমেও জমে না৷ আজ যখন দলটি উত্তর কোরিয়ার সঙ্গে খেলতে নামবে তখন থেকেই আসলে বিশ্বকাপ পুরোপুরি শুরু হবে বলে কালের কন্ঠ মনে করছে৷ এদিকে দৈনিক ইত্তেফাকেরও শীর্ষ খবর বিশ্বকাপ নিয়ে৷ তবে ক্যামেরুনের বিরুদ্ধে এশিয়ার দেশ জাপানের বিজয়কেই পত্রিকাটি সেরা খবর হিসেবে বেছে নিয়েছে৷

গণপূর্ত প্রতিমন্ত্রীর খবর

রবিবার মন্ত্রণালয়ে একটি বৈঠকে গণপূর্ত প্রতিমন্ত্রী ও বসুন্ধরা গ্রুপের মালিক শাহ আলমের মধ্যে যে উত্তেজনাকর মন্তব্য বিনিময় হয়েছে এরপর গতকাল অর্থাৎ সোমবার গণপূর্ত প্রতিমন্ত্রী দুই দফা বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন৷ এরমধ্যে একবার সাংবাদিকদের সঙ্গে আর পরেরবার সংসদে৷ তো সংসদে বক্তব্য দেয়ার সময় প্রতিমন্ত্রী বলেন যে, কিছু ভূমিদস্যু নাকি ঔদ্ধত্যপূর্ণ ভাষায় প্রকাশ্যে সরকারকে হুমকি দিচ্ছে৷ তাঁর এই বক্তব্যকে শিরোনাম করেছে প্রথম আলো, ইত্তেফাক ও বিডিনিউজ২৪ ডট কম৷ তবে মজার ব্যাপার হলো বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালের কন্ঠ কিন্তু প্রথম বা শেষ কোন পাতাতেই এ বিষয়ে প্রতিবেদন ছাপেনি৷ এদিকে প্রথম আলোর আরেকটি খবর থেকে জানা গেছে যে, মন্ত্রী পরিষদের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণপূর্ত প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মালিক শাহ আলমের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ তাঁরা প্রধানমন্ত্রীকে বলেন যে, এটা সরকারকেই হুমকি দেয়ার মতো একটি বিষয়৷ প্রধানমন্ত্রী শাহ আলমের এ ধরণের আচরণ ও সরকারের প্রতি হুমকি-ধমকি প্রদর্শনকে ভালোভাবে নেননি বলেও জানিয়েছে প্রথম আলো৷ এছাড়া ঢাকার ডিটেইল্ড এরিয়া প্ল্যান বা ড্যাপকে প্রধানমন্ত্রী সমর্থন করছেন বলে জানিয়েছে পত্রিকাটি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম