1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিমের দেশের খেলোয়াড় জার্মানির ফুটবল মাঠে

২৪ আগস্ট ২০১০

উত্তর কোরিয়ার নাগরিক তে সে জং৷ যোগ দিয়েছেন জার্মান ফুটবল ক্লাব বোখুম-এ৷ বিশ্বাস হচ্ছে না? কিন্তু বিশ্বাস না করার কোন কারণ নেই৷ ঘটনা সত্য! উত্তর কোরিয়া থেকে বের হয়ে এসে পেশাগত জার্মান ফুটবল দলের সদস্য এখন তে সে জং৷

https://p.dw.com/p/Ouvy
ছবি: picture-alliance / Pressefoto UL

সেকেন্ড-ডিভিশনে খেলার সময় সোমবার রাতে মিউনিখের সঙ্গে ৩-২ গোলে জিতেছে বোখুম ক্লাব৷ তার মধ্যে দুটি গোলই দিয়েছেন তে সে জং৷ দুই মাস আগেও বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে উত্তর কোরিয়ার খেলার আগে নিজের দেশের জাতীয় সঙ্গীত শুনে কেঁদে ফেলেছিলেন তে সে জং৷ আর সেজন্যেই বোধহয় মঙ্গলবার ‘বিল্ড' সংবাদপত্রের ওয়েবসাইটে লেখা হয়, ‘‘ক্রন্দনরত সেই স্টার জং বোখুমের জন্যে আবার হেসেছেন৷'' পত্রিকাটিতে বলা হয়েছে, ‘দ্য ফার্স্ট বিগ জং শো' আর স্পোর্টস ম্যাগাজিন ‘কিকার'এ লেখা হয়েছে, খেলায় জং ক্লাসি পারফর্মেন্স দেখিয়েছেন৷

এদিকে খেলায় জিতে জং বলেছেন, আমরা জিতেছি এই কারণে আমি ভীষণ খুশি৷ এবং আমার করা দুটি গোলও অবশ্যই একটি ব্যাপার৷ জাপানে জন্মগ্রহণকারী জং ‘দ্য পিপলস রুনি' নামেও খ্যাত৷ জাপানের কাওয়াসাকি ফ্রন্টেল ক্লাব থেকে ৯ জুলাই বোখুমে যোগ দেন৷ ২০০৬ সাল থেকে জাপানের ঐ ক্লাবে জং ১১১টি খেলায় অংশ নেন৷ গোল দিয়েছেন ৪৬টি৷

বিদেশি ফুটবল ক্লাবে খেলছেন, বিশ্ব কাপে অংশ নেয়া উত্তর কোরিয়ার এইরকম তিনজন খেলোয়াড়ের মধ্যে জং একজন এবং তিনিই, প্রথম কোন উত্তর কোরিয় খেলোয়াড়, যিনি জার্মান ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন৷ বাকি দুইজনের মধ্যে মধ্য মাঠের খেলোয়াড় এ্যান ইয়ং হাক, জাপানের অলিম্পিয়া আর্দিজাতে খেলছেন এবং হং ইয়ং জো রাশিয়ার রস্তভ ক্লাবে খেলছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন