1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিরগিজস্তানের উজবেকরা পলাতক

১৮ জুন ২০১০

উজবেক সীমান্তের এপারে এবং ওপারে উদ্বাস্তু, শরণার্থীদের ভিড়৷ রেড ক্রস, জাতিসংঘের বিভিন্ন সংগঠন, রাশিয়ার মতো প্রতিবেশী দেশ ত্রাণকার্যে সক্রিয় হচ্ছে৷ ওশ এবং জালালাবাদে দাঙ্গা কমছে৷

https://p.dw.com/p/Nu7r
ছবি: AP

কিরগিজস্তানে প্রায় চার লক্ষ মানুষ পলাতক - যা কিনা দেশের জনসংখ্যার বারো ভাগের এক ভাগ৷ আরো মনে রাখা দরকার, কিরগিজস্তানে মোট আট লক্ষ জাতিগত উজবেকের বাস - অর্থাৎ তাদের অর্ধেক আজ বিতাড়িত বলা চলে৷ এই উজবেকদের বাস ছিল কিরগিজস্তানের দক্ষিণে৷ কিন্তু সম্প্রতি যে দাঙ্গা শুরু হয়, তা'তে যে শুধু দু'শোর বেশী মানুষ - এবং সম্ভবত আরো অনেক বেশী - প্রাণ হারিয়েছে, শুধু তাই নয়, দক্ষিণ কিরগিজস্তানের কিছু কিছু এলাকা উজবেক শূন্য হয়ে পড়েছে৷ জাতিগত উজবেকরা এবার অভিযোগ করেছে যে, কিরগিজ জনতা যখন উজবেক বাসিন্দাদের মেরেছে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, তখন নিরাপত্তা বাহিনী হয় নিষ্ক্রিয় থেকেছে, নয়তো দাঙ্গাকারীদের সাহায্য করেছে৷

তবে এবার বিদেশ থেকে ত্রাণসাহায্য আসতে শুরু করেছে৷ জাতিসংঘ বলছে, এক লক্ষ মানুষ উজবেকিস্তানে আশ্রয় নিয়েছে, তিন লক্ষ মানুষ কিরগিজস্তানেই স্বগৃহ থেকে বিতাড়িত হয়েছে৷ তাদের একাংশ এখন উজবেক সীমান্তে অবস্থান করছে৷ সীমান্তের ওপারে ইউএনএইচসিআর এবং ইউনিসেফ শত শত সাদা এবং সবুজ তাঁবু খাড়া করেছে৷ কিন্তু শিবিরটিতে উদ্বাস্তুর সংখ্যা এক হাজারের বেশী নয়৷ ত্রাণকর্মীরা জামাকাপড় এবং কম্বল ইত্যাদি বিতরণ করছে৷ উজবেক সরকার যে সব অস্থায়ী উদ্বাস্তু শিবির সৃষ্টি করেছেন, সেখান থেকে কালে হাজার হাজার উদ্বাস্তুকে এখানে নিয়ে আসা হবে৷

Kirgisistan Kirgisien Khirgistan Kyrgyzstan Flüchtlinge Lager Flash-Galerie
ছবি: AP

রেড ক্রসের একটি কারগো প্লেন বৃহস্পতিবার ত্রাণ সরবরাহ নিয়ে দক্ষিণ কিরগিজস্তানে পৌঁছয় এবং আরেকটি বিমান উজবেকিস্তানে ৪০ টন বিস্কুট পৌঁছে দিয়েছে৷ দু'টি রুশ কারগো প্লেন মানবিক সাহায্য নিয়ে শুক্রবার উজবেকিস্তানে পৌঁছবে৷ শনিবার পৌঁছবে আরো একটি বিমান৷ - অপরদিকে কিরগিজস্তানের ওশ এবং জালালাবাদ শহরে উজবেকদের উপর আক্রমণ কমে এসেছে বলে প্রকাশ৷ যুগপৎ রুশ নেতৃত্বাধীন আঞ্চলিক নিরাপত্তা গোষ্ঠী ‘‘যৌথ নিরাপত্তা চুক্তি সংগঠন'' বলেছে যে, কিরগিজস্তানে শান্তিরক্ষী নিয়োগের কোনো প্রশ্নই ওঠে না৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম