1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিরগিজস্তানের পরিস্থিতিতে উদ্বিগ্ন জার্মানি এবং সুইডেন

২২ জুন ২০১০

কিরগিজস্তানে দাঙ্গার জন্য দায়ী ব্যক্তিদের খোঁজে নিরাপত্তা কর্মীদের অভিযান৷ সোমবার দক্ষিণাঞ্চলে অভিযানকালে নিহত দুই জন৷ আহত ২৩৷ পরিস্থিতির ভয়াবহতায় উদ্বিগ্ন জার্মানি এবং সুইডেন৷

https://p.dw.com/p/Nzc4
দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘরছবি: AP

মধ্য এশিয়ার এই দেশটিতে সাম্প্রতিক জাতিদাঙ্গায় এপর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে৷ শরণার্থী হয়েছে প্রায় চার লাখ৷ এদের অধিকাংশই নিজ দেশের বিভিন্ন স্থানে আশ্রয় নিলেও প্রতিবেশী দেশ উজবেকিস্তানে পালিয়েছে লক্ষাধিক৷ বাস্তুহারা মানুষের জন্য জাতিসংঘের খাদ্য কর্মসূচি পাঠিয়েছে ত্রাণভর্তি একটি বিমান৷ সোমবার বিমানটি ওশ শহরে পৌঁছয়৷ এছাড়া মঙ্গল এবং বুধবার আরো দু'টি ত্রাণভর্তি বিমান সেখানে পৌঁছবে বলে জানিয়েছে সংস্থাটি৷

এখন দাঙ্গার জন্য দায়ী ব্যক্তিদের খোঁজে চলছে সেনা অভিযান৷ সরিয়ে নেওয়া হচ্ছে অস্থায়ী ব্যারিকেড৷ সোমবার ওশ এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের সাতটি জায়গায় অভিযান চালানো হয়৷ পাঁচটি অভিযান উজবেক পল্লীতে এবং দু'টি কিরগিজ অধ্যুষিত এলাকায়৷ ইতিমধ্যে সন্দেহভাজন ২০ জনকে আটক করা হয়েছে৷ উদ্বার করা হয়েছে, স্বয়ংক্রিয় অস্ত্রের কার্টিজ, গ্রেনেড এবং মলোটোভ ককটেলসহ বেশ কিছু অস্ত্র৷ কিন্তু যারা অস্ত্র সমর্পনে রাজি হয়নি তাদের সাথেই সংঘাত বাধে নিরাপত্তা কর্মীদের৷ এতে নারিমান গ্রামে প্রাণ হারায় দু'জন৷

Unruhen in Kirgisistan Flash-Galerie
এমনই নৃশংস ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বিশাল এলাকা জুড়েছবি: AP

মানবাধিকার কর্মীদের আশঙ্কা, এধরণের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়বে৷ ‘দুর্নীতির বিরুদ্ধে নাগরিক' নামক সংস্থার প্রধান টোলেকান ইসমাইলোভা বলেন, জনগণ ভীত সন্ত্রস্ত৷ এই প্রক্রিয়া পরিস্থিতির আরো অবনতি ঘটাবে৷ স্থানীয় বাসিন্দাদেরও আশঙ্কা, দাঙ্গা যে কোন সময়ে ফের শুরু হতে পারে৷

এদিকে, কিরগিজস্তানের পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি এবং সুইডেন৷ স্টকহোমে সাংবাদিক সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বলেন, ‘‘ইউরোপীয় নাগরিকদের রক্ষায় এটা নিশ্চিত করতে হবে যে, তাঁদের জন্য নিরাপদ আশ্রয় গ্রহণের পথ খোলা রয়েছে৷'' তিনি ঐ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন৷ সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ডট বলেন, ‘‘পরিস্থিতি ভয়ঙ্কর৷ এটি বিশ্বের মধ্যে এবং মধ্য এশিয়ার সবচেয়ে সংঘাতপূর্ণ অঞ্চল৷ তাই যত দ্রুত সম্ভব পরিস্থিতি শান্ত করতে হবে'', বলেন বিল্ডট৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়