1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিরগিজ শরণার্থীদের জন্য প্রথম ত্রাণ

১৬ জুন ২০১০

কিরগিজস্তান থেকে উজবেকিস্তানে পালিয়ে আসা শরণার্থীদের জন্য প্রথম দফার বিদেশি সাহায্য পৌঁছানো শুরু হয়েছে বুধবার৷ এই ত্রাণ বহনকারী একটি বিমান বুধবার উজবেকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর আন্দিজান এ পৌঁছেছে৷

https://p.dw.com/p/Ns40
প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এই উজবেক শরণার্থীছবি: AP

বিপর্যস্ত কিরগিজস্তানে নিহত প্রায় ১৮০ ব্যক্তির স্মরণে তিনদিনের জাতীয় শোক পালন শুরু হয়েছে বুধবার৷ এঁরা নিহত হন সহিংসতায়৷ গত সপ্তাহে কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে জাতিগত এই সহিংসতা ঘটে কিরগিজ ও উজবেকদের মাঝে৷

প্রতিবেশী উজবেকিস্তান আশ্রয় দিয়েছে ৭৫ হাজারেরও বেশি কিরগিজ শরণার্থীকে – যারা সহিংসতার ফলে তাঁদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়৷ কিন্তু উজবেকিস্তান এখন গ্রহণ করছে শুধুমাত্র অসুস্থ ও আহতদের৷ সীমান্ত বন্ধ৷ তবুও সেখানে মরিয়া হয়ে অপেক্ষা করছে হাজার হাজার মানুষ৷ আশা সীমান্ত পার হওয়ার৷ তাদের খাওয়ার কিছু নেই৷ ফলে মানবিক বিপর্যয় স্পষ্ট হয়ে উঠেছে৷ এক শরণার্থী জানায়, এখানে সকলের দুঃখ কষ্টের শেষ নেই৷ প্রায় সবাই জ্বরে ভুগছে৷ অনেক বয়স্ক মানুষের হার্ট অ্যাটাক হয়েছে৷ পর্যাপ্ত ওষুধপত্র নেই৷ এক মহিলা শরণার্থী বলে, আমরা কোন ত্রাণ সাহায্য পাচ্ছি না৷ আমরা আমাদের শিশুদের নিয়ে রাস্তায় বৃষ্টিতে ঘুমাচ্ছি৷ আর এক শরণার্থী জানায়, আমরা দেশে ফিরে যেতে পারি না৷ এটা খুব বিপজ্জনক৷ আমাদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে৷ সেনাবাহিনীর ওপর আমাদের কোন আস্থা নেই৷

দক্ষিণাঞ্চলীয় কিরগিজ শহর ওশ ও জালালাবাদে বুধবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে- যেখানে অনেক এলাকা সংঘর্ষের ফলে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে৷ ওশ শহরটি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে৷ ট্রাক থেকে সেনা উপস্থিতিতে কিছু শাক-সব্জি, মাখন ও রুটি বিক্রি করা হয়৷

মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিরগিজস্তানের সকল প্রতিবেশীর প্রতি আহ্বান জানিয়েছে কিরগিজ শরণার্থীদের জন্য তাদের সীমান্ত খুলে দেয়ার৷ সংস্থা বলেছে, তাদেরকে মানবিক সাহায্য দেয়ার এখন জরুরি সময়৷ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার -ইউএনএইচসিআর বলেছে, কিরগিজস্তানে সহিংসতায় কমপক্ষে ১৯০ ব্যক্তির প্রাণহানি ঘটেছে, আনুমানিক দুই হাজার মানুষ আহত হয়েছে এবং প্রায় দুই লাখ গৃহহীন হয়ে পড়েছে৷ কিরগিজ কর্মকর্তারা বলেছেন, আরো ছয় জন শরণার্থী মারা গেছে উজবেক হাসপাতালে৷ কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷

প্রতিবেদন : আবদুস সাত্তার
সম্পাদনা : সঞ্জীব বর্মন