1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিশোরীর ‘গোপন’ ভিডিও, জরিমানা দুই লাখ টাকা

১৯ মে ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায় বিএনপি, তবে সদ্য বিদায়ী প্রধান বিচারপতিকে সেই সরকারের প্রধান হিসেবে নয়৷ এদিকে, রাজনৈতিক হত্যাকাণ্ড বাড়ছে বাংলাদেশে৷ আর এক কিশোরীর গোপন ভিডিও নিয়ে তোলপাড় বরিশালে৷

https://p.dw.com/p/11JLe
ফাইল ফটোছবি: AP

তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে মতামত প্রকাশ করেছে বিরোধী দল বিএনপি৷ এই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘খায়রুলবিহীন তত্ত্বাবধায়ক সরকার দাবি বিএনপির'৷ সেদলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করার ষড়যন্ত্র হচ্ছে৷ ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে ফখরুল বলেন, ‘‘আমরা স্পষ্ট বলে দিতে চাই- আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই, অন্য কারো অধীনে নয়''৷

শেখ হাসিনা'র সুইজারল্যান্ড সফর

‘অবৈধ সম্পদ ভোগে ব্যর্থ হয়ে খালেদা সরকারের পদত্যাগ চাইছেন', শিরোনাম দৈনিক সমকাল পত্রিকার৷ জেনেভায় এক সংবর্ধনা অনুষ্ঠানে বিরোধী নেত্রী খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা৷ তিনি বলেন, ‘‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে খালেদা জিয়া ও তাঁর দু'ছেলে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থের মালিক হন এবং তারা সরকারকে জরিমানা দিয়ে তাদের কালো টাকা সাদা করেন''৷ জেনেভা থেকে বুধবার ক্যানাডা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী৷

লন্ডনে খালেদা

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর মূল শিরোনাম, ‘বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে ব্রিটেনের সহযোগিতা চাইলেন খালেদা'৷ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বুধবার ব্রিটিশ মানবাধিকার সংগঠক লর্ড অ্যাভিবুরির সঙ্গে বৈঠক করেন৷ এসময় বাংলাদেশের ‘মানবাধিকার পুনরুদ্ধারে' যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন খালেদা৷ এদিকে, দৈনিক যুগান্তরের মূল শিরোনাম, রাজনৈতিক হত্যাকাণ্ড বাড়ছে তদন্তে বিপাকে পুলিশ৷ বর্তমান সরকারের আমলে সারাদেশে দুই হাজারেরও বেশি রাজনৈতিক খুন হয়েছে বলে দাবি করেছে পত্রিকাটি৷

‘গোপন' ভিডিও

‘ছাত্রীর গোপন ভিডিও, সালিশে যুবকের জরিমানা'৷ বরিশালে প্রেমের অভিনয় করে এক কিশোরীর গোপন ভিডিও ধারণ করে এক বখাটে৷ এরপর মুঠোফোনের মাধ্যমে তা ছড়িয়ে দেয় বিভিন্নজনের কাছে৷ ২০০৭ সালের এই ঘটনা জানাজানির পর মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে সালিশ বসান স্থানীয় জনপ্রিতিনিধিরা৷ সালিশে বখাটের বাবা ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ টাকা দিতে সম্মত হয়েছে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশ করেছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য