1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিশোর কিনেনের লিপ সিংক

২২ নভেম্বর ২০১০

কিনেন কেহিলের নাম শুনেছেন কী? মাত্র পনেরো বছর তার বয়স৷ শিকাগোর এই কিশোর প্রযুক্তিকে দুরন্তভাবে ব্যবহার করেছে৷ ইউটিউব দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে একের পর এক গানে ঠোঁট নেড়ে মিলিয়ন মিলিয়ন ক্লিকের রেকর্ড করে দিয়ে৷

https://p.dw.com/p/QEvz
Youtube, Katy Perry, Keenan Cahill, Song, Millions,ইউটিউব, কিনেন কাহিল, কেটি পেরি, ক্লিক, ইন্টারনেট, শিকাগো
কেটি পেরির গান দিয়েই কিনেনের জয়যাত্রার শুরুছবি: AP

কেটি পেরির একটা গানে কিনেন যে লিপ সিংক করেছে, তা অভাবনীয়৷ হাজার টাজার নয়, কিনেনের গানে ক্লিক জমা পড়েছিল সতেরো মিলিয়ন৷ একটা চশমা পরা গোলগাপ্পা চেহারার ছোট্ট ছেলে তার পছন্দের কোন একটা বিখ্যাত গানে শুধু ঠোঁট মেলাচ্ছে, সঙ্গে দিচ্ছে নানান অভিব্যক্তি৷ নিজের ঘরে বসে সেই ঠোঁট মেলানোর সঙ্গে গানের ভিডিও, আর সেই ভিডিও ইউটিউবে দিয়ে দেওয়া৷

ব্যস! কেল্লা সেখানেই ফতে বললে ভুল হবে না৷ আধুনিক প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করে কিনেনের জনপ্রিয়তার বহর দেখে হৈচৈ এমন বেড়ে গেছে দুনিয়া জুড়ে, যে কিনেনের এই ভিডিওতে যোগ দিতে সেইসব গানের শিল্পীরা এখন সারাক্ষণ তার সঙ্গে নিজেদের জুড়ে দিচ্ছেন৷ আর ইউটিউবের পরিসংখ্যান বলছে, কিনেনের এই লিপসিংক সব রেকর্ড ভেঙে দিয়েছে৷

Bildcombo Youtube - Leibniz
ছবি: picture-alliance/ dpa/ DW

ব্যাপার দেখে প্রযুক্তির দুনিয়ায় অন্য একটা সাড়া পড়ে গেছে৷ যে কোন শিল্পী একটা গান গেয়ে যে জনপ্রিয়তা আর দর্শকের সাড়া পান, তার থেকেও বহুগুণ বেশি এই সাড়া দেখে নড়েচড়ে বসেছে ইউটিউবও৷ ফলে কিনেন এখনই এই সামান্য বয়সে পরিণত হয়ে গেছে মিথ-এ৷ সেলেব্রিটি তো অবশ্যই!

কিন্তু, ইউটিউবেই কিনেনের নিজের গলায় গাওয়া কয়েকটা গানে আবার তেমন দর্শকের আগমন দেখা যায় নি৷ তার মানে ব্যাপারটা কী বেশ স্পষ্ট হয়ে উঠল যে মানুষ আসলে গিমিক চায়?

কে জানে, ব্যাপারটা তলিয়ে বুঝতে বোধহয় সময় লাগবে একটু৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: রিয়াজুল ইসলাম