1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুকুরের জন্য জলসা!

৩ জুন ২০১০

গানের বোদ্ধা বলে যারা নিজেদের নিয়ে গর্ব করেন, তারা সাবধান! জলসায় গেলে পাশের আসনে হয়তো এক গান-পাগল কুকুরকে তাল দিতে দেখতে পারেন৷

https://p.dw.com/p/Ng9x
সিডনির কনসার্টে হয়তো এমন সঙ্গীতবোদ্ধা কুকুরদের দেখা যাবেছবি: AP

অস্ট্রেলিয়ার সিডনি শহরের অপেরা ভবন বিশ্ববিখ্যাত৷ সেখানে বসে সঙ্গীতের অনুষ্ঠান উপভোগ করার অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো৷ আগামী সপ্তাহান্তে সেখানে অনুষ্ঠিত হতে চলেছে অভিনব এক কনসার্ট৷ সেখানে দর্শকের আসনে দেখা যাবে নানা জাতের পোষা কুকুরকে৷ সঙ্গে অবশ্য তাদের মালিকরাও থাকবেন৷

Das Opernhaus in Sydney
সিডনি’র বিশ্ববিখ্যাত অপেরা ভবনছবি: AP

আমন্ত্রিত কুকুররা তাদের এই আসন্ন অভিজ্ঞতা সম্পর্কে কী মনে করছে, তা এখনো জানা যায় নি৷ মন দিয়ে গান শুনলে পুরস্কার হিসেবে তারা পাবে একটি করে হাড়ের বিস্কিট৷ তবে কুকুরদের ধৈর্য্যের সীমা সম্পর্কে গবেষণা করে নাকি দেখা গেছে, যে একটানা ২০ মিনিটের বেশি তাদের কোনো একটি কাজে ব্যস্ত রাখা উচিত নয়৷ তাই কনসার্ট'এর সময়ও তার মধ্যেই বেঁধে দেওয়া হয়েছে৷ কুকুরদের উপর নজর রাখতে এক পেশাদারী বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন৷ কুকুরদের হলের মধ্যে ছেড়ে দিলেও চলবে না৷ মালিকের হাতে থাকবে তাদের রাশ৷ বসার ব্যবস্থা নিয়েও বিস্তর ভাবনা-চিন্তা করা হয়েছে৷ ছোট কুকুরের সামনে বিশালদেহী কোনো কুকুরকে বসালে কনসার্ট দেখতে অসুবিধা হতে পারে৷ তাই আকার-আকৃতি অনুযায়ী তাদের বসার ব্যবস্থা করা হবে৷

যে দুই শিল্পী এই অভিনব কনসার্ট আয়োজন করছেন, তাঁরা হলেন লু রিড ও লরি অ্যান্ডার্সন৷ কুকুরদের শ্রবণশক্তি মানুষের চেয়ে অনেক বেশি৷ তাই মানুষ শুনতে পায় না – এমন ফ্রিকুয়েন্সিও তারা শুনতে পায়৷ ফলে তারা সপ্তাহান্তের কনসার্ট ভালই উপভোগ করবে বলে আশা করা হচ্ছে৷ কিন্তু তারা তাদের পছন্দ-অপছন্দের আবেগ কীভাবে প্রকাশ করে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই