1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুটির শিল্পের সেকাল, একাল

১০ জানুয়ারি ২০১৭

কুটির শিল্পের সংজ্ঞা কী? এই প্রশ্ন নিয়ে কথা হচ্ছিল সহকর্মীদের সঙ্গে৷ উত্তর নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে খানিকটা বেগ পেতে হয়েছে৷ তবে কুটির শিল্পের আধুনিক রূপ নিয়ে কারো দ্বিমত নেই৷

https://p.dw.com/p/2VP2n
বাংলার কুটির শীল্প
ছবি: DW/M. Mamun

ছোটবেলায় মাকে দেখলাম একবার ব্যাপক উৎসাহে নাইলন সুতা দিয়ে হাতে বোনা ব্যাগ তৈরি করতে৷ তিনি এবং তাঁর কয়েক বান্ধবী মিলে কিছুদিন ব্যাগ বানালেন৷ দোকানে তা বিক্রিও হয়েছে বালো দামে৷

মা অবশ্য শখের ব্যাগ বানানোয় ইতি দিয়েছেন অল্পতেই৷ তবে কুটির শিল্প সম্পর্কে আমি কিছুটা ধারণা পেয়েছিলেন তখন৷ ঘরে বসে অর্থ উপার্জনের উদ্দেশ্যে কয়েকজন মিলে কিছু তৈরি করাকে কুটির শিল্প বলা যেতে পারে৷ ঢাকা এবং মফঃস্বলে বাড়ির বাড়তি ঘরে গড়ে ওঠা ছোট ছোট হাতে বোনা কাপড়ের দোকান কিংবা ছোট রেস্তোরাঁ যেখানে নির্দিষ্ট কিছু খাবার মেলে – সবই তো কুটিরশিল্পের মধ্যেই পড়ে৷  

আরাফাতুল ইসলাম
আরাফাতুল ইসলাম, ডয়চে ভেলেছবি: DW/Matthias Müller

কুটিরশিল্পের বিস্তৃতি অনেক৷ ঢাকার দৈনিক প্রথম আলোর হিসেবে কুটিরশিল্প প্রতিষ্ঠানের সংখ্যা আট লাখের বেশি৷ কয়েকদিন আগে জেনেছিলাম, যশোরের নারীদের তৈরি পাখির বাসা বিক্রি হয় ইউরোপের বিভিন্ন দোকানে৷ আর সেটা চলছে গত কয়েকদশক ধরে৷ আশা জাগানিয়া খবর৷ এরকম রপ্তানি যত বাড়বে দেশের জন্য ততই উপকার৷ বিশেষ করে জার্মানিতে দেখেছি, মানুষ হাতে তৈরি বিভিন্ন ঘর সাজানোর জিনিস চড়া দামে কেনে৷ ছোট ছোট নকশা করা ফুলদানি, মোমদানি বা ছবির ফ্রেম এখানে বিক্রি হয় যা অনায়াসেই বাংলাদেশ থেকে রপ্তানি করা যেতে পারে৷

কুটিরশিল্পের আরো একটি রূপ এখন দেখি ইন্টারনেটের কল্যাণে৷ আমার ছোট ভাই ভাষান্তরের কাজ করে অবসর সময়ে৷ সে এবং তার আরো কয়েকবন্ধুকে সেই কাজ এনে দেন এক ‘বড় ভাই'৷ উদ্যোগের পরিধি ছোট, কিন্তু সেকাজে দিব্যি পকেট খরচ উঠে যায়৷ আউটসোর্সিংয়ের এমন উদাহরণ অনেক৷ বাংলাদেশে কয়েকটি ইউটিউব চ্যানেল এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, যেগুলোর পেছনে থাকে ছোট ছোট দল৷ বিনিয়োগও কম৷ অথচ অনেক মানুষ তা দেখছে, আর দেখা যত বেশি হয় আয়ও সেহারে বাড়ে৷ আর ঘরে বসে গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট তৈরি কিংবা প্রোগ্রামিংয়ের মতো কাজ তরুণ প্রজন্ম করছে বহুদিন ধরেই৷ এগুলো কি কুটিরশিল্পের আধুনিক সংস্করণ নয়?

আমার সহকর্মীরা কুটিরশিল্পের যে সংজ্ঞায় একমত হয়েছেন, তাতে এগুলো অবশ্যই কুটিরশিল্প৷ আর প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সেই সংজ্ঞাটি হচ্ছে: ‘‘পাঁচ লাখ টাকার কম বিনিয়োগ হবে এবং পারিবারিক সদস্যের সমন্বয়ে সদস্যসংখ্যা অনধিক ১০ জন হবে, এমন প্রতিষ্ঠানই কুটিরশিল্প হিসেবে সংজ্ঞায়িত হবে৷''

এ বিষয়ে আপনার মতামত লিখুন নীচে, মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য