1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুন্দুজের হামলা কাপুরুষের কাজ, বললেন ম্যার্কেল

৩ এপ্রিল ২০১০

আফগানিস্তানে তালেবানি হামলায় তিন জার্মান সেনার মৃত্যু এবং আটজনের আহত হওয়ার ঘটনায় গভীর ভাবে ব্যথিত চ্যান্সেলর ম্যার্কেল৷ কিন্তু আফগানিস্তানে জার্মান উন্নয়ন মিশন যেমন চলছিল তেমনই চলবে৷

https://p.dw.com/p/MmQX
ছবি: AP

তালেবান জঙ্গিরা কাপুরুষের মত হামলা চালিয়েছে জার্মান সেনাদের ওপর৷ মন্তব্য চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের৷ বস্তুত, ঘটনা সেরকমই ঘটেছে শুক্রবার৷ কুন্দুজের কাছে চার দারাহ নামের একটি জায়গায় পথে পেতে রাখা জঙ্গিদের ল্যান্ডমাইন পরিষ্কার করছিল জার্মান সেনার একটি দল৷ কুন্দুজের পাঁচটি জেলার মধ্যে সবচেয়ে জঙ্গি অধ্যুষিত বলে পরিচিত সেই জায়গায় হঠাৎ করেই হামলা চালায় প্রায় ১০০ সশস্ত্র তালেবান৷ ঘটনার প্রত্যক্ষদর্শী চারদারাহ জেলার প্রধান আব্দুল ওয়াহিদ জানান, জার্মান সেনার একটি পেট্রলকে ঘিরে ধরে গুলি চালাতে থাকে তালেবান৷ সেখানেই তিনজন সেনার মৃত্যু হয়৷ জার্মান সেনাদের অন্য একটি গাড়ি মাইনের ওপর গিয়ে পড়লে বিস্ফোরণে আহত হন আটজন জার্মান সেনা৷ তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক৷ জানিয়েছে বার্লিনের প্রতিরক্ষামন্ত্রক৷

চার দারাহ নামের ওই জায়গায়, যেখানে তালেবানদের সঙ্গে লড়াই হয়েছে জার্মান বাহিনীর, সেই শহরের অধিকাংশ বাড়িও বিদ্ধস্ত হয়েছে এই লড়াইতে৷ লড়াই চলেছে টানা বেশ কয়েকঘণ্টা৷ ন্যাটোর হেলিকপ্টারে করে হতাহতদের ঘটনাস্থল থেকে উড়িয়ে আনা হয় আফগানিস্তানে জার্মান সেনাবাহিনীর সদরদপ্তর কুন্দুজে৷ তালেবান দাবি করেছে, প্রতিপক্ষের মোট বিশজন সেনা নিহত হয়েছে এই লড়াইতে৷ আর তাদের পক্ষে আহত হয়েছে দুইজন৷ সচরাচর প্রতিটি লড়াইয়ের পর এরকম বাড়িয়ে পরিসংখ্যান সবসময়েই দিয়ে থাকে তালেবান৷

Afghanistan / Bundeswehr / ISAF
আফগানিস্তানে জার্মান বাহিনীর একাংশছবি: AP

জার্মান প্রতিরক্ষামন্ত্রী কার্ল থিওডর সু গুটেনবেয়ার্গ এই ঘটনার পর তাঁর দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে ফিরে আসছেন দেশে৷ প্রতিক্রিয়া জানিয়েছেন চ্যান্সেলর ম্যর্কেল, নিন্দা শোনা যাচ্ছে অন্যান্য দেশ থেকেও৷ কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে আফগানিস্তানে জার্মান উদ্যোগে চলতি উন্নয়ন মিশনগুলির কোনরকম পরিবর্তন হবে না৷ জানিয়েছেন, আফগানিস্তান সফররত জার্মান উন্নয়ন মন্ত্রী ডির্ক নিয়েবেল৷ শুক্রবার মাজার এ শরিফ-এ কিছু জার্মান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে নিয়েবেল বলেন, যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানের পুনর্গঠনের জন্য নিজেদের দায়বদ্ধতা বজায় রাখবে জার্মানি৷ জার্মান বাহিনীর ওপর শুক্রবারের তালেবানি হামলাকে ‘লজ্জাজনক' বলে ব্যাখ্যা করেছেন নিয়েবেল৷ গভীর সমবেদনা জানিয়েছেন হতাহতদের পরিবারবর্গের প্রতি৷

প্রতিবেদক- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা- হোসাইন আব্দুল হাই