1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুড়িল ফ্লাইওভারের নির্মাণ কাজ উদ্বোধন

৩ মে ২০১০

রাঙ্গামাটিতে বিডিআর বিদ্রোহের রায়, যুদ্ধাপরাধ তদন্তে গঠিত সংস্থার প্রধানের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে খবর এবং ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশসহ উন্নয়ন এবং দুর্নীতির খবর রয়েছে গণমাধ্যমের পাতায়৷

https://p.dw.com/p/NCp8
বাংলাদেশে কালবৈশাখী ঝড়-বৃষ্টি (ফাইল ছবি)ছবি: DW

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতাধীন কুড়িল ফ্লাইওভারের নির্মাণ কাজ উদ্বোধন করেন৷ রাজউক প্রায় ৩০৬ কোটি টাকা ব্যয়ে ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী ফ্লাইওভার নির্মাণ করছে৷ ২০১২ সালের এপ্রিলের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে৷ উন্নয়নমূলক কাজের এই খবরটি স্থান পেয়েছে দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, ডেইলি স্টার, নিউ এইজ, যুগান্তরসহ প্রায় সবগুলো পত্রিকাতেই৷ বাংলাদেশ সংবাদ সংস্থা - বাসস পরিবেশিত খবরে বলা হচ্ছে, ঐ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজধানীতে অপরিকল্পিত নগরায়ন বন্ধ করে যানজট, জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ থেকে নগরবাসীকে রেহাই দিতে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ঘোষণা করেন৷ তিনি আরো বলেন, নগরীর যানজট নিরসনকে তাঁর সরকার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে৷ জলাবদ্ধতা ও বিদ্যুৎ সমস্যাসহ নগরবাসী যেসব সমস্যা মোকাবিলা করছে, তা সমাধানে তাঁর সরকার নিরলস কাজ করে যাচ্ছে৷

কালবৈশাখী ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে প্রাণহানি

বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং ইংরেজি পত্রিকা নিউ এইজসহ কয়েকটি পত্রিকায় পরিবেশন করা হয়েছে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে ২৩ জনের মৃত্যুর খবর৷ এতে বলা হচ্ছে, বজ্রপাতে নয় জেলায় ২৩ জনের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে রবিবার মারা যায় হবিগঞ্জে পাঁচজন, বাগেরহাটে চারজন, মৌলভীবাজারে তিনজন, ময়মনসিংহে তিনজন, নারায়ণগঞ্জে দু'জন, চাঁদপুরে দু'জন ও সাতক্ষীরায় একজন৷ এছাড়া গাইবান্ধায় গত দু'দিনে মারা গেছে দু'জন এবং নীলফামারীতে মুত্যু হয়েছে একজনের৷

রফতানি উন্নয়ন ব্যুরো'র দুর্নীতি

রফতানি উন্নয়ন ব্যুরো - ইপিবি'র বস্ত্রসেল যেন 'দুর্নীতির স্বর্গরাজ্য'৷ এমন অনুসন্ধানী খবর প্রকাশ করেছে দৈনিক সমকাল৷ পত্রিকাটির প্রথম পাতায় প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন কাজে এখানে প্রকাশ্যেই ঘুষ নেওয়া হয়৷ উপরি ছাড়া কোনো ফাইল চলে না৷ উপরি না দিলে একটি ছাড়পত্র ইস্যু হয় না এক মাসেও৷ বাধ্য হয়ে রফতানিকারকরা দ্রুত পণ্য রফতানির জন্য 'উপরি' দিয়ে আধঘণ্টায় ছাড়পত্র ইস্যু করে নিয়ে যাচ্ছেন৷ এ প্রসঙ্গে ইপিবির ভাইস চেয়ারম্যান সাহাব উল্লাহ সমকালকে বলেন, একটি চিহ্নিত সিন্ডিকেট অনেকদিন ধরেই এখানে ঘুষ লেনদেন করছে৷ এর মাধ্যমে হচ্ছে নানা ধরনের অনিয়ম৷ ইতিমধ্যে এখানকার দুর্নীতিবাজদের চিহ্নিত করা হয়েছে৷ চিহ্নিত দুর্নীতিবাজদের অন্যত্র সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে৷ দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম