1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেট মিডলটনকে গালি দিল ব্রিটিশ সেনা

২৫ এপ্রিল ২০১১

ব্রিটেনের হবু প্রিন্সেস অব ওয়েল্সকে গালি দেওয়ায় বিয়ের অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হলো এক প্রহরীকে৷ বিয়ের অনুষ্ঠানের আগে এমন একটি ঘটনায় যারপরনাই বিব্রত ব্রিটিশ রাজপরিবার৷

https://p.dw.com/p/113N4
প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনছবি: picture-alliance/dpa

জানা গেছে, ১৮ বছর বয়সী ব্রিটিশ সেনা ক্যামেরন রেলির দায়িত্ব পড়েছিলো আগামী ২৯ এপ্রিলের ‘রয়্যাল ওয়েডিং' এ৷ কিন্তু সম্প্রতি ফেসবুকে তিনি যা-তা বলে গালি দিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের হবু বধু কেট মিডলটনকে৷ ফেসবুকে নিজের প্রোফাইলের পোস্টে রেলি মিডলটনকে ‘‘বোকা দাম্ভিক নারী'' বলে অভিহিত করেন৷ এছাড়া মিডলটনকে উদ্দেশ্য করে আরও কিছু বলেন, যা লেখার অযোগ্য৷ শুধু তাই নয়, লন্ডনে ইহুদি ধর্মগুরুদের সমাবেশকেও কটূক্তি করেছেন বাকিংহাম প্যালেসের এই প্রহরী৷ এই ঘটনার পরপরই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশ সেনা ক্যামেরন রেলিকে৷ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ রাজপরিবারের নতুন সদস্যাকে নিয়ে রেলির এই মন্তব্য তারা খতিয়ে দেখছেন৷

Flash-Galerie Vorbereitungen der Hochzeit von Prinz William und Kate Middleton
বিয়ের অনুষ্ঠানে থাকবে রাজকীয় ঘোড়সওয়ারীরাছবি: dapd

এদিকে বিয়ের অনুষ্ঠান নিয়ে আরও বিড়ম্বনায় পড়েছে ব্রিটিশ রাজপরিবার৷ ব্যাপক সমালোচনার কারণে বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল খালিফা বিয়ের অনুষ্ঠানে আসছেন না বলে জানিয়েছেন৷ বাহরাইনে সম্প্রতি বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন পীড়নের কারণে সেদেশের যুবরাজকে নিমন্ত্রণ করায় সমালোচনার ঝড় উঠেছে ব্রিটিশ রাজপরিবারকে নিয়ে৷ তবে বাহরাইনের যুবরাজ নিজে থেকে না আসার কথা জানিয়ে তাদের সেই দায় থেকে মুক্তি দিলেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান