1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেনিয়ার হামলা

২৪ সেপ্টেম্বর ২০১৩

শনিবার নাইরোবির এক শপিং মল-এ জঙ্গি হামলায় ৬২ জন মারা যায়৷ ঘটনাস্থলে এখনো তল্লাশি চলছে৷ সরকার দাবি করেছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে৷ হামলায় যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ নাগরিক অংশ নিয়েছে বলেও জানিয়েছে কেনিয়া সরকার৷

https://p.dw.com/p/19mra
epa03878050 Kenyan paramilitary police officers patrol the area near the Westgate shopping mall where hostages are being held for the second day in Nairobi, Kenya, 22 September 2013. Fierce gunfire was heard inside the mall as two wounded soldiers were evacuated. The number of people killed in an attack by al-Qaeda-linked militants on a shopping mall in Nairobi has risen to 59, the Kenyan Interior Ministry said. More than 1,000 people have been rescued from the upmarket Westgate shopping mall, said Interior Minister Ole Lenku. Security forces are now in control of the mall's CCTV room, he added. EPA/DAI KUROKAWA ***FREI FÜR SOCIAL MEDIA***
ছবি: picture-alliance/dpa

শনিবারের হামলার পর দু দিন পেরিয়ে গেলেও নাইরোবির ওয়েস্টগেট শপিং সেন্টার এখনো ঘিরে রেখেছে সেনাবাহিনী৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তাঁর ধারণা ভেতরে এখনো হামলাকারী জঙ্গিরা আছে৷ সেনাবাহিনী এ সম্পর্কে নিশ্চিত নয়৷ এক সেনা সদস্য বলেছেন, ‘‘ভেতরে কেউ আছে কিনা এ ব্যাপারে আমরা নিশ্চিত নই৷ আমরা এখনো প্রতিটি কক্ষে ঢুকে ঢুকে তল্লাশি চালাচ্ছি৷''

এ পর্যন্ত কজন জঙ্গি মারা গেছে এ নিয়ে বিভ্রান্তি রয়েছে৷ বিদেশিদের খুব পছন্দের শপিং মলটিতে যাঁরা আটকা পড়েছিলেন সোমবার তাঁদের বের করে আনা হয়৷ যাঁরা নিখোঁজ তাঁদের কী পরিণতি হয়েছে, সে সম্পর্কে সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি৷ সরকারের এক ঘোষণায় বলা হয়েছিল, এ পর্যন্ত তিনজন জঙ্গি নিহত হয়েছে৷ তবে এক টেলিভিশন চ্যানেল জানায়, ছয়জন জঙ্গি নিহত হয়েছে বলে খবর পেয়েছে তারা৷

সোমালিয়া কেন্দ্রিক ইসলামি জঙ্গি সংগঠন আল শাবাব আগেই জানিয়েছিল, সোমালিয়া থেকে কেনিয়াকে সৈন্য প্রত্যাহারে বাধ্য করার জন্য শনিবার দুপুরে হামলাটি চালায় তারা৷ কেনিয়া সরকার অবশ্য জানিয়েছে আল শাবাবের দাবি মানা হবে না৷ সরকার আরো জানিয়েছে, ওয়েস্টগেট হামলায় যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের নাগরিকও জড়িত৷ কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমিনা মোহাম্মেদ যুক্তরাষ্ট্রের পিবিএস টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘‘দুই অথবা তিনজন অ্যামেরিকান তরুণ এবং ব্রিটেনের এক নারী এ হামলায় অংশ নিয়েছে৷ তরুণদের বয়স ১৮-১৯-এর মতো৷'' তাঁরা আরব অথবা সোমালি বংশোদ্ভুত বলেও জানিয়েছেন তিনি৷

এসিবি/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য