1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ-মুসলিমদের পাশে মুসলিমরা

২৩ ডিসেম্বর ২০১৫

স্থান উত্তর কেনিয়া৷ আবার একটি যাত্রীবাহী বাসের উপর সোমালিয়ার আল-শাবাব সন্ত্রাসীদের আক্রমণ, যেমন ঘটেছিল ২০১৪ সালের নভেম্বর মাসে৷ এবার কিন্তু মুসলিম যাত্রীরা অ-মুসলিম যাত্রীদের পাশে এসে দাঁড়ান৷

https://p.dw.com/p/1HS4F
Kenia Massaker in Mandera 2. Dezember 2014
ছবি: picture-alliance/dpa/EPA/STR

দু’দিন আগের ঘটনা৷ মানে গত সোমবার বাসটি যাচ্ছিল রাজধানী নাইরোবি থেকে উত্তরের মান্ডেরা শহর অভিমুখে, জনা ষাটেক যাত্রী নিয়ে৷ পাপা সিটি-তে একদল ইসলামি জঙ্গি বাসটিকে থামায় ও উইন্ডস্ক্রিনের দিকে গুলি চালায়৷

বাসযাত্রীদের নিশ্চয় ২০১৪ সালের ২২শে নভেম্বর তারিখের ঘটনাটি মনে পড়েছিল: সেবার আল-শাবাব জঙ্গিরা অ-মুসলিম যাত্রীদের মুসলিম যাত্রীদের থেকে আলাদা করে পরে ২৮ জন অ-মুসলিমকে হত্যা করে৷

কাজেই এবার মুসলিম যাত্রীরা অ-মুসলিম যাত্রীদের নিজেদের পাগড়ি, ফেজ ইত্যাদি দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করেন – যাতে আল-শাবাব জঙ্গিরা তাদের চিনতে না পারে৷ কিন্তু তা-তেও প্রথমে কোনো লাভ হয় না, কেননা একজন শাবাব জঙ্গি বাসে ঢুকে সবাইকে বাস থেকে বেরিয়ে দু'টো দল করে দাঁড়াতে বলে: একদিকে থাকবে মুসলিমরা, অন্যদিকে অ-মুসলিমরা৷

এই সময় একজন অ-মুসলিম দৌড়ে পালানোর চেষ্টা করলে পর, জঙ্গিরা তাকে পিছন থেকে গুলি করে মারে৷ দৃশ্যত বেশ কয়েকজন অ-মুসলিম মুসলিমদের দলে মিশে যেতে সমর্থ হন৷ শাবাব জঙ্গিরা বেছে বেছে অ-মুসলিম যাত্রীদের হত্যা শুরু করার আগেই একজন মুসলিম যাত্রী আক্রমণকারীদের বোকা বানান এই বলে যে, বাসের সঙ্গে এসকর্ট হিসেবে পুলিশ-বোঝাই একটি ট্রাক আসছে ও সেই ট্রাক বেশি দূরেও নয়৷ জঙ্গিরা তা বিশ্বাসও করে৷

ফলে জঙ্গিরা সবাইকে আবার বাসে উঠে চলে যেতে বলে৷ তারা নিজেরা ঐ রাস্তাতেই চোরাগোপ্তা আক্রমণ চালিয়ে একটি ট্রাককে কবজা করে ও ড্রাইভারকে জিজ্ঞাসা করে, সে কোনো পুলিশ ট্রাক দেখেছে কিনা৷ এরপর জঙ্গিরা ঐ ট্রাকের একজন যাত্রী, এক অ-মুসলিম পুলিশ কর্মকর্তাকে গুলি করে মারে৷ পুলিশ অফিসারটি ডিউটিতে ছিলেন না, হিচহাইক করে কোথাও যাচ্ছিলেন৷ পালানোর চেষ্টা করার সময় জঙ্গিরা তাঁকে গুলি করে৷

মঙ্গলবারের মধ্যে কেনিয়ার ঐ যাত্রীবাহী বাসের মুসলিম যাত্রীদের মহানুভবতা আর বীরত্বের কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ও যথোপযুক্ত স্বীকৃতি পায়৷

সবচেয়ে বড় কথা, মাটির পৃথিবীতে মানুষকে প্রেরণা দেওয়ার মতো এরকম বিরল ঘটনা খুব বেশি ঘটে না – তাই বাসযাত্রীদের অভিনন্দন!

এসি/ডিজি (এপি, রয়টার্স)

মুসলিম হয়ে অ-মুসলিমকে বাঁচানোর এমন ঘটনা কি আপনার জানা আছে? থাকলে লিখে জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান