1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোকোর বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি

১ নভেম্বর ২০১০

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বিদেশে মূদ্রা পাচার মামলায় গ্রেফতারী পরওয়ানা জারী করছে আদালত৷ রোববার মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল৷

https://p.dw.com/p/PvGd
Arafat Rahman Coco
ছবি: AP

প্রায় দেড় ঘন্টা শুনানী শেষে রাষ্ট্রপক্ষের আবেদনে বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন এ আদেশ দেন৷ আগামী ৩০শে নভেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে৷ কোকো এখন দেশের বাইরে রয়েছেন৷

অবৈধ ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ সিঙ্গাপুরী ডলার এবং ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার পাচারের অভিযোগ এনে কোকোর বিরুদ্ধে গত বছরের ১৭ই মার্চ কাফরুল থানায় মামলা দায়ের করা হয়৷ আদালতে শুনানী শেষে এই মামলায় গ্রেফতারী পরওয়ানা জারী করা হল৷ এর ফলে কোকোর প্যারোল আর রইল না৷ তাঁকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পন করতে হবে বলে জানান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷

তবে প্যারোল স্থগিত থাকায় কোকোর বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী আইনসঙ্গত হয়নি বলে দাবি করেন কোকোর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া৷

একই আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কোকোর সিংগাপুরে পাচার করা অর্থ ফেরত আনার আবেদন করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল৷

এই মামলার আরেক আসামি সাবেক নৌমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন বর্তমানে পলাতক রয়েছেন৷ আর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হওয়ার পর প্যারোলে মুক্তি নিয়ে দেশের বাইরে চিকিৎসার জন্য যান আরাফাত রহমান কোকো৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম