1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোটি টাকার ঢাকাই চলচ্চিত্র

৩০ জুন ২০১০

সম্প্রতি ঢালিউডে নির্মিত ছবিগুলোয় নাকি বেশ লগ্নি করা হচ্ছে৷ বেশ বড় বাজেটে তৈরি হচ্ছে ছায়াছবি৷ কিন্তু ব্যবসা সফল কি হচ্ছে? বলা হচ্ছে, তাও হচ্ছে৷ অন্তত নতুন নতুন বিগ ব্যানারের ছবি দেখে দেখে তো ঢালিউডের সেই কথাই মনে হচ্ছে৷

https://p.dw.com/p/O6Tx
বাংলা ছবির একটি দৃশ্য (ফাইল ছবি)ছবি: Samir Kumar Dey

আগামী শুক্রবার এমনই একটি ছবি মুক্তি পাচ্ছে৷ রকিবুল আলম রকিব পরিচালিত এই ছবির নাম 'প্রেমিক পুরুষ'৷

বেশ বড় বাজেটের ছবি যে এটা তা আগেই বলেছি৷ প্রযোজক প্রতিষ্ঠানের দাবি, ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা৷ তবে এটিই কি সবচেয়ে বড় বিনিয়োগের ছবি? উত্তরটা পাওয়া বেশ দুস্কর৷ তথ্য অনুসারে, গত ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত জাকির হোসেন রাজু পরিচালিত 'আমার প্রাণের প্রিয়া' ছবিটির নির্মাণ ব্যয় নাকি ছিল প্রায় সোয়া দুই কোটি টাকা৷

'প্রেমিক পুরুষ'এর প্রযোজক আনোয়ার হোসেন মিন্টু সম্প্রতি সংবাদমাধ্যমগুলোকে জানালেন, যদি গোড়ার দিকে প্রাথমিক ভাবে হলগুলো থেকে ব্যাবসার ভালো রিপোর্ট পাওয়া যায়, তাহলে বলাই যাবে যে এই মন্দার বাজারেও ভাল ব্যাবসা করা সম্ভব৷ তিনি মনে করেন সময়োপযোগী ছবি বলেই দর্শক তাঁর ছবিটি দেখবে৷ কাস্টিং কিংবা লোকেশনের জন্য নয়৷ যদিও 'প্রেমিক পুরুষ'-এর কাস্টিং এবং লোকেশনই এর বাজেট আকাশছোঁয়ার কারণ বলে উল্লেখ করা হয়েছে৷ প্রযোজক আনোয়ার হোসেন মিন্টুর দাবি,'আমার ছবির প্রধান আকর্ষণ গল্প৷ সাথে চমৎকার গানও রয়েছে৷ আশা করি দর্শক নিরাশ হবেন না৷

জানা গেছে, 'প্রেমিক পুরুষ' ছবিতে অভিনয় করেছেন তরুণ নায়ক শাকিব খান৷ তাঁর বিপরীতে দুই নায়িকা অপু বিশ্বাস ও রুমানা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যাপাধ্যায়