1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যৌন নিপীড়ন থেকে দূরে থাকুন’

১ জুলাই ২০১৩

ব্রিটেনে যৌন নিপীড়ন বেড়েছে৷ অবস্থা এতই বেগতিক যে শেষ পর্যন্ত মসজিদের ইমামকে বলতে হচ্ছে, ‘‘পবিত্র কোরআনের কথা মনে রাখুন৷ নারীর মর্যাদা দিন, যৌন নিপীড়নের মতো ঘৃণ্য কাজ থেকে নিজেকে দূরে রাখুন৷’’

https://p.dw.com/p/18yUS
প্রতীকী ছবিছবি: Fotolia/Yuri Arcurs

সম্প্রতি ব্রিটেনে ৫০০টি মসজিদের ইমামকে বলা হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ কোরআনে নারীর যে মর্যাদার কথা বলা হয়েছে, সে কথা সবাইকে মনে করিয়ে দিতে৷ যৌন নিপীড়ন যে হারে বেড়েছে এবং তাতে ইসলাম ধর্মাবলম্বীদের যতটা জড়িত হতে দেখা যাচ্ছে তাতে এ ব্যবস্থা না নিলে আর চলছিল না৷ এমন অপরাধ বাড়ছে অনেক দিন ধরেই৷ তবে ‘টুগেদার এগেনস্ট গ্রুমিং' (টিএজি) নামের একটি সংগঠন মসজিদের ইমামদের স্মরণাপন্ন হয়েছে অক্সফোর্ড এবং রোচডেল এলাকার পরিস্থিতি দেখে৷ গত মঙ্গলবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর যৌন নিপীড়ন চালানো এবং ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে সাতজনকে৷ সাজাপ্রাপ্ত সাত জনের মধ্যে পাঁচজন পাকিস্তানি এবং বাকি দু'জন আফ্রিকান বংশোদ্ভূত৷

মুসলিম অধ্যুষিত আরো কিছু এলাকাতেও সমস্যাটি প্রকট হয়ে ওঠায় এক পর্যায়ে বাধ্য হয়েই মসজিদের ইমামদের সহায়তা চেয়েছে টিএজি৷ সংগঠনের মুখপাত্র আনসার আলী বর্তা সংস্থা এএফপিকে জানান, বিষয়টি তাঁদের লজ্জিত এবং আতঙ্কিত করেছে৷ সে কারণেই মুসলমানদের ধর্মের বাণী শোনানোর উদ্যোগ নিয়েছেন তাঁরা৷ মসজিদগুলোও এ আহ্বানে সাড়া দিয়েছে৷ শুক্রবার জুম্মার নামাজের আগে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অনুযায়ী নারীর মর্যাদা রক্ষায় সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়৷

এসিবি/ডিজি (এপি,এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য