1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোলকাতা টেস্ট জিতে ভারত এখনও এক নম্বরে

১৮ ফেব্রুয়ারি ২০১০

হরভজন সিং এর ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে কোলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এক ইনিংস এবং ৫৭ রানের ব্যবধানে ভারতের নাটকীয় জয়

https://p.dw.com/p/M5AX
হরভজনের ৫ উইকেট জয়ে ভূমিকা রাখেছবি: AP

বৃহস্পতিবার ইডেন গার্ডেনস-এ জয়ের ফলে দুই টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রকার সঙ্গে সমতা এনে আইসিসি ব্যাঙ্কিংয়ে সবার শীর্ষ স্থানটি ধরে রাখতে সক্ষম হল ভারত৷

এদিন জয়ের জন্য ৭ উইকেটের লক্ষ্য নিয়ে খেলতে নামে ভারত৷ কিন্তু দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা অপরাজিত ১২৩ রান করে ম্যাচের মোড় প্রায় ঘুরিয়ে দিচ্ছিলেন৷ দুই টেস্টেই শতরান করে বৃহস্পতিবার ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার জিতে নিয়েছেন আমলা৷

সে যাই হোক, ম্যাচ শেষ হওয়ার মাত্র ১৫ মিনিট আগে মরকেলের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার শেষ আশাও গুড়িয়ে দেন হরভজন৷ হরভজনের ৫টি ছাড়াও ভারতের পক্ষে মিশ্র ৩টি এবং শর্মা ২টি উইকেট নিয়েছেন৷ পাঁচ দিনের এই টেস্টে দক্ষিণ আফ্রিকার মোট স্কোর দাঁড়ায় ২৯৬ ও ২৯০ এবং ভারতের মোট ৬৪৩ রান৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আবদুস সাত্তার