1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কে এই কিম জং উন ?

২৮ সেপ্টেম্বর ২০১০

কিম জং ইলের কনিষ্ঠ পুত্র কিম জং উন৷ বয়স মাত্র ২৭৷ এত অল্প বয়সেই তিনি চার তারকা জেনারেল পদে উন্নীত হয়েছেন৷

https://p.dw.com/p/POMN
বাবার পাশে দাঁড়িয়ে জং উনছবি: picture-alliance/dpa

কে এই কিম জং উন ?


কিম জং উন'কে দেখলে যে কেউ অত্যন্ত অল্পবয়স্ক বলে ভুল করবে৷ বলা হচ্ছে তিনি দেখতে বাচ্চাদের মত৷

Peking 2008 Basketball Training Germany Iran
বাস্কেটবলের ভক্ত জং উনছবি: picture-alliance / dpa

ঠিক কবে কিং জং উন জন্মেছেন তা কেউ জানে না৷ তবে ধারণা করা হচ্ছে ১৯৮২, '৮৩ কিংবা '৮৪ সালে তাঁর জন্ম৷ বাবা কিম জং ইলের তৃতীয় পুত্র সন্তান জং উন৷ জং উনের মা কিম জং ইলের তৃতীয় স্ত্রী৷ সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন জং উন৷ জার্মান ভাষাও তখন শিখেছেন৷ রাজধানী বার্নের কাছে গুমলিঙেন শহরের একটি স্কুলে কিছুদিন পড়াশোনা করেছেন জং উন৷ এই স্কুলে পড়ার সময়ই তিনি ইংরেজী ভাষা শেখেন৷

জং উনের পছন্দের তালিকা

টেবিল টেনিস খেলতে পছন্দ করেন জং উন৷ হলিউডের এ্যাকশান হিরো ভ্যান ড্যামের ছবি তাঁর খুব পছন্দের৷ একই সঙ্গে অ্যামেরিকান বাস্কেটবলের ভক্ত তিনি৷ অত্যন্ত অমায়িক এবং মিশুক বলে স্কুলে পরিচিত ছিলেন জং উন৷ তবে উনি সবসময়ই একজন দেহরক্ষী নিয়ে স্কুলে আসতেন৷

বেশ ভাল ছাত্র হওয়া সত্ত্বেও জং উন স্কুলের পাঠ পর্ব শেষ করেননি৷ ভর্তি হওয়ার কয়েক বছর পরেই তাঁকে স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন