1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কে এই শাহবাজ ভাট্টি?

২ মার্চ ২০১১

লাহোরের ছেলে শাহবাজ ভাট্টি৷ জন্মেছিলেন ১৯৬৮ সালের ৯ সেপ্টেম্বর৷ বাবা জ্যাকব ভাট্টি৷ পাকিস্তানের ইতিহাসে শাহবাজ ভাট্টিই হচ্ছেন প্রথম খ্রিষ্টান সংসদ সদস্য, যিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন৷

https://p.dw.com/p/10Rpx
ছবি: AP

সংখ্যালঘুদের সংগঠন পাকিস্তানের অল পাকিস্তান মাইনোরিটিস অ্যালায়েন্স বা এপিএমপি যারা গঠন করেছিলেন, শাহবাজ ভাট্টি ছিলেন তাদের অন্যতম৷ পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে সংখ্যালঘু প্রতিনিধিদের নিয়ে ১৯৮৫ সালে তাঁরা গঠন করেন এই সংগঠন৷

২০০২ সালে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপিতে তিনি যোগ দেন৷ একজন রাজনৈতিক নেতা হিসাবে তিনি সব সময় সংখ্যালঘুদের আন্দোলনের কথাই বলতেন৷ তাদের অধিকারের জন্য সব সময় সোচ্চার ছিল তাঁর কন্ঠ৷ পাকিস্তানের রূপকার কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহকে নিজের আদর্শ বলে মানতেন এই রাজনীতিক৷

কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শাহবাজ ভাট্টির চেষ্টা ছিল সে দেশের সংখ্যালঘু জনগণের নিরাপত্তা এবং জীবনমানের উন্নয়নে কাজ করা৷ এক সময় সংখ্যালঘুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা স্বরূপ অন্যের কাছে বিক্রি করে দেয়া হতো তাদের জমিজমা, ২০০২ সালে এই কালো আইন বাতিল করেন তিনি৷ গত বছরের শেষ দিনে বিতর্কিত ব্লাসফেমি আইনের সংশোধনে তিনি দিয়েছিলেন তাঁর সমর্থন৷ আর এতেই তিনি রোষানলে পড়েন ইসলামি উগ্রবাদীদের৷

তিনি সভা সেমিনার আর মিছিল মিটিং করে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টির কাজ শুরু করেছিলেন৷ সংখ্যালঘুদের নিয়ে যেন কোন কটু কথা বলা না হয়, কোন বাজে লেখা না হয়, সেই ব্যবস্থা করতেও উদ্যোগ নিচ্ছিলেন তিনি৷ তাদের জন্য সরকারি চাকুরিতে পাঁচ শতাংশ কোটা বরাদ্দে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সন্ত্রাসীদের গুলিতে নিহত মন্ত্রী শাহবাজ ভাট্টির৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক