1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কে হবেন জার্মান দলের প্রধান গোলকিপার?

৯ মে ২০১০

দক্ষিণ আফ্রিকায় আসন্ন বিশ্বকাপ ফুটবল আসরের জন্য যে ৩ জন গোলকিপারকে বাছাই করা হয়েছে, তাঁদের মধ্যে কে রেনে আডলার'এর শূ্ণ্যস্থান পূরণ করবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে৷

https://p.dw.com/p/NJm7
শাল্কে ক্লাবের মানুয়েল নয়ারছবি: AP

ব্রেমেন ক্লাবের টিম ভিসে, শাল্কে ক্লাবের মানুয়েল নয়ার এবং বায়ার্ন মিউনিখের হান্স ইয়র্গ বুট – জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগার চলতি মরশুমের শেষে একটা খতিয়ান টানলে বলা যায়, ৩ জনেই নিজেদের দক্ষতার যথেষ্ট প্রমাণ দিয়েছেন৷ তাই প্রধান গোলকিপার হওয়ার দৌড়ে রেষারেষিও কম নয়৷

Torwart Hans-Jörg Butt FC Bayern München
বায়ার্ন মিউনিখের হান্স ইয়র্গ বুটছবি: AP

ভিসে যেমন কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অন্য অনেক খেলোয়াড়ের মত তাঁর কোনো লবি নেই৷ ফলে জাতীয় দলের প্রধান গোলকিপার হওয়ার জন্য কোচ ইয়োআখিম ল্যোভ এবং গোলকিপিং'এর কোচ আন্দ্রেয়াস ক্যোপকে'র মন জয় করার দৌড়ে তিনি কিছুটা পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন৷ তবে হাল ছাড়তে প্রস্তুত নন তিনি৷ প্রতি সপ্তাহে খেলার মাঠেই নিজের দক্ষতার প্রমাণ দিতে চান তিনি৷ নয়ার বলেছেন, ১ নম্বর স্থান পাওয়ার যোগ্যতা তাঁর রয়েছে৷ এখন ল্যোভ ও ক্যোপকে'র চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে৷ বায়ার্ন দলের সফল গোলকিপার বুট'ও প্রধান গোলকিপার হওয়ার আশা করছেন৷ টিমে থাকলে কে না খেলতে চায়? বলেন বুট৷ তবে প্রথম স্থান না পেলেও তিনি দলের হয়ে খেলতে বদ্ধপরিকর৷

Nationalmannschaft Fußball Tim Wiese
ব্রেমেন ক্লাবের টিম ভিসেছবি: AP

ল্যোভ ও ক্যোপকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গোলকিপার নির্ধারণের প্রশ্নে আরও কিছুদিন অপেক্ষা করতে চান৷ অনুশীলন এবং পরীক্ষামূলক ম্যাচে তাঁরা ৩ গোলকিপারের দক্ষতা খতিয়ে দেখতে চান৷ জাতীয় দলের প্রাক্তন প্রধান গোলকিপার অলিভার কান মনে করেন, শেষ পর্যন্ত ভিসে ও নয়ার'এর মধ্যেই একজন শীর্ষ স্থান দখল করবেন৷ তাঁর ধারণা, ল্যোভ একেবারে শেষ মুহূর্তে এবিষয়ে সিদ্ধান্ত নেবেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম