1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোমর দুলিয়ে ‘গ্যাংনাম' স্টাইল

৪ ডিসেম্বর ২০১৫

দক্ষিণ কোরিয়ার পপ-গায়ক সাই-এর ২০১২ সালের হিট ‘গ্যাংনাম স্টাইল'-এর কথা মনে আছে? ঐ যেটা ইউরোপ-অ্যামেরিকায় একেবারে একটা ‘সেনসেশন' হয়ে উঠেছিল? এবার, সেই সুরেই নেচে উঠেছে ওয়েভইয়া নামের একটি অজ্ঞাত ড্যান্স টিমের মেয়েরা৷

https://p.dw.com/p/1HHWo
Südkorea Rapper Psy Gangnam Style K-Pop
ছবি: AP

২০১২ সালে দক্ষিণ কোরিয়ার ব়্যাপার ও পপ-গায়ক সাই-এর নতুন ধারার সেই নাচ হাজার হাজার তরুণ-তরুণীর মন কেড়ে নিয়েছিল৷ দেশটির অন্যতম প্রযোজক জোনাথন এইচ কিম-এর কথায়, কোরিয়ার বিনোদন জগতে নতুন এক যুগের সুচনা করেছিল গাংনাম স্টাইলের জনপ্রিয়তা৷

এতদিন পর সাই আবারো একটা নতুন অ্যালবাম বার করেছেন৷ তার প্রথম সিঙ্গল, ‘ড্যাডি', ইতিমধ্যেই রিলিজ হয়ে গেছে৷ গত বুধবারেই হংকং-এ এমনেট এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে গ্যাংনাম স্টাইল পারফর্ম করেন সাই৷

আর তার পেই শুরু হয় আরেক ‘সেনসেশন'৷ নতুন ঐ গানের সুরে কোমর দুলিয়ে নেচে ওঠে অজ্ঞাত এক ড্যান্স টিমের কিশোরীরা৷ দলের নাম – ‘ওয়েভইয়া'৷ তা এই ড্যান্স টিমের নাচ দেখে বিশ্বাস করতে ইচ্ছা হয় না যে, তারা ‘অ্যামেচার'৷

ইউটিউব-এ তাদের ভিডিও ইতিমধ্যে ভাইরাল, ক্লিক পেয়েছে পনেরো কোটির বেশি৷ তাই বা খারাপ কিসে?

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য