1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোয়ার্টার ফাইনালে উঠলো পাকিস্তান

১৫ মার্চ ২০১১

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বৃষ্টি বিঘ্নিত খেলায় জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান৷ এখন পাকিস্তানের অবস্থান এ গ্রুপ থেকে চতুর্থ দলে৷

https://p.dw.com/p/10Z8q
পাকিস্তান দলনেতা শহিদ আফ্রিদিছবি: APImages

খেলায় আসাদ শফিক ৭৮ ও ইউনুস ১৩ রানে অপরাজিত থাকেন৷ শফিকের ৯৭ বলের ইনিংসটি ছিল ৭টি চার দিয়ে সাজানো৷ বিশ্বকাপে এটি তার প্রথম অর্ধশতক৷ আর একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান৷

পাকিস্তান দলের পয়েন্ট চার খেলায় ৮৷ আর জিম্বাবোয়ের পয়েন্ট পাঁচ খেলায় ২৷ এর আগে এই গ্রুপ থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া৷

সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ক্রেগ ইরভিনের অর্ধশতকের সুবাদে ৩৯ ওভার ৪ বলে ৭ উইকেটে ১৫১ রান করে জিম্বাবুয়ে৷ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের জন্য পাকিস্তানকে ৩৮ ওভারে ১৬২ রানের লক্ষ্য মাত্রা বেঁধে দেয়া হয়৷

রান তাড়া করতে নেমে আসাদ শফিকের অর্ধশতকের সুবাদে ৩৪ ওভার ১ বলে ১৬৪ রানে পৌঁছে যায় শহিদ আফ্রিদির দল৷ তাদের জয়ের লক্ষ্য ছিল ১৬২ রান৷ তখনো হাতে ছিল ২৩ বল৷

তবে ব্যাট করতে নেমে কিন্তু পাকিস্তানের শুরুটা ভালো ছিল না৷ উদ্বোধনী ব্যাটসম্যান শেহজাদ ছিলেন চাপের মুখে৷ তবে মোহাম্মদ হাফিজ ভালো ব্যাট করেন৷

দ্বিতীয় উইকেট জুটিতে হাফিজ ও আসাদ শফিক ৮২ রানের জুটি গড়েন৷ আর এতেই প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে তারা৷ সেই সঙ্গে জয়ের পথে এগিয়েও যায় অনেকখানি৷ চতুর্থ উইকেট জুটিতে শফিক ও ইউনুস খান ৫৪ রান তুলে দলকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে৷

অন্যদিকে জিম্বাবোয়ের পক্ষে রে প্রাইস ২১ রানে ২ উইকেট নেন৷ এর আগে জিম্বাবোয়ের ইনিংসের ২৮তম ওভারের সময়ে বৃষ্টির কারণে দেড় ঘন্টা খেলা বন্ধ থাকে৷ এর ফলে কাটা হয় ৭ ওভার৷ ৪০তম ওভারে আবারো বৃষ্টি নামলে শেষ করে দেওয়া হয় জিম্বাবোয়ের ইনিংস৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আরাফাতুল ইসলাম