1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্নুটের অকাল মৃত্যুতে শোকাহত জার্মানি

২০ মার্চ ২০১১

বিদায় নিল জার্মানির জনপ্রিয় তারকা শ্বেত ভল্লুক ক্নুট৷ মাত্র চার বছর তিন মাস বয়সেই মারা গেল বার্লিন চিড়িয়াখানার এই তারকা প্রাণী৷ তার অকাল মৃত্যুতে শোকাহত জার্মানি৷

https://p.dw.com/p/10cyN
সবার প্রিয় ক্নুট আর নেইছবি: AP/Archiv Zoo Berlin

এতো অল্প বয়সে কেন মারা গেল ক্নুট তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷ তবে বার্লিন চিড়িয়াখানার ভল্লুকদের দায়িত্বে থাকা হায়নার ক্লোজ জানালেন যে, ক্নুটের মৃত্যুর কারণ জানতে সোমবার তার ময়না তদন্ত করা হবে৷

ক্নুটের মৃত্যুতে শোকাহত স্বয়ং বার্লিনের মেয়র ক্লাউস ভোভেরাইট৷ বললেন, ‘‘এটা খুব বেদনাদায়ক৷ সে আমাদের সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিল৷ সে ছিল বার্লিন চিড়িয়াখানার তারকা৷''

Deutschland Berlin Zoo Eisbärenbaby Knut
বার্লিন চিড়িয়াখানা ছিল ক্নুটের ঘরবাড়িছবি: AP

২০০৬ সালের ৫ ডিসেম্বর জন্ম ক্নুটের৷ কিন্তু জন্মের পরই ২০ বছর বয়সি মা টসকা ক্নুটকে ও তার জমজ ভাইকে ছেড়ে চলে যায়৷ ফলে ক্নুটের ভাইটি মারা যায়৷ ৩০ বছরের মধ্যে প্রথম বার্লিন চিড়িয়াখানায় জন্ম নেওয়া এই ক্নুটের দেখাশোনার দায়িত্ব নেয় কর্তৃপক্ষ৷ মানবশিশুর মতো আদর যত্নে তাকে বড় করা হয়৷

এরপর ২০০৭ সালের ২ মার্চ বেশ কিছু টেলিভিশনে অভিষেক হয় ক্নুটের৷ সেই থেকে ধীরে ধীরে তারকা বনে যায় এই শ্বেত ভল্লুক ছানা৷ ঐ বছর ২৩ মার্চ প্রায় ৫০০ সাংবাদিক ভিড় করেন ক্নুটের প্রথম প্রদর্শনীর দিনে ছবি ধারণ করতে৷ এমনকি জার্মান পরিবেশ মন্ত্রী জিগমার গাব্রিয়েল নিজেও হাজির ছিলেন সেদিন৷ প্রথম দিনেই ক্নুটকে দেখতে আসে প্রায় ১৫ হাজার দর্শক৷ শুধু তাই নয় ‘ক্নুট এবং তার বন্ধুরা' এই নামে ছবি তৈরি করা হয়৷ সেই থেকে একেবারে চলচ্চিত্র তারকা বনে যায় ক্নুট৷ কিন্তু তারকা অক্টোপাস পলের পথ ধরে এবার ক্নুটও বিদায় নিল৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক