1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যবানাসের কথা মনে রেখে আজ মাঠে নামছে প্যারাগুয়ে

১৪ জুন ২০১০

দলে নেই, তবুও গোটা দলের জন্য যে উজ্জীবনী শক্তি হয়ে আছেন প্যারাগুয়ের স্ট্রাইকার সালভাদর ক্যাবানাস৷ আজ ইতালির বিরুদ্ধে ক্যাবানাসের কথা মনে রেখে মাঠে নামবে প্যারাগুয়ে৷

https://p.dw.com/p/Npwf
প্যারাগুয়ে জাতীয় দলছবি: dpa

আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ে৷ বাছাই পর্বে বেশ শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতা পার হতে হয়েছে কোচ গেরার্ডো মার্টিনোর দলকে৷ এবং এই বাছাই পার হতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন স্ট্রাইকার সালভাদর ক্যাবানাস৷ কিন্তু সন্ত্রাসীদের কারণে আর বিশ্বকাপ খেলতে পারছেন না তিনি৷ গত জানুয়ারি মাসে মেক্সিকোতে তার মাথায় গুলি করে সন্ত্রাসীরা৷ কোনমতে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলেও এখনও চিকিৎসকদের হাতেই রয়েছেন ক্যাবানাস৷ কিন্তু এই ঘটনা ভীষণভাবে নাড়া দিয়েছে গোটা প্যারাগুয়ে দলকে৷ কোচ মার্টিনো বললেন, ক্যাবানাস তাঁর গোটা দলের জন্য এখন একটি প্রেরণার উৎস৷ অন্যদিকে বয়সের ভারে অনেকটাই ন্যুব্জ হয়ে আছে ইতালি৷ এরপরও ট্যাকটিশিয়ান কোচ মার্সেলো লিপ্পি আশা করছেন তাঁর দল ঠিকই শিরোপা ধরে রাখার লড়াইয়ে লড়তে পারবে৷

Marcello Lippi Italien Coach Porträt WM 2006 Fußball
ইটালির কোচ লিপ্পিছবি: AP

নানির আশা

এদিকে পর্তুগালের অন্যতম উইংগার নানি আশা করছেন বিশ্বকাপ শেষ হওয়ার আগেই তিনি সেরে উঠতে পারবেন, ফিরতে পারবেন নিজ দলে৷ সোমবার তিনি বলেন, আমি এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে উঠবো৷ বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে কাঁধে ব্যাথা পেয়ে দল থেকে ছিটকে পড়েন নানি৷ আগামীকাল মঙ্গলবার আইভরি কোস্টের মুখোমুখি হতে যাচ্ছে অন্যতম ফেভারিট পর্তুগাল৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই