1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যাটিচের সেঞ্চুরিতে কিউইদের বিরুদ্ধে বড় লিড নিচ্ছে অসিরা

২৯ মার্চ ২০১০

সাইমন ক্যাটিচের সময়োপযোগী সেঞ্চুরির সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে গেছে অস্ট্রেলিয়া৷

https://p.dw.com/p/MgyJ
সাইমন ক্যাটিচ (ফাইল ফটো)ছবি: Picture-Alliance / Photoshot

এর আগে প্রথম ইনিংসে ৮৮ রান করে দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন অসিদের উদ্বোধনী ব্যাটসমান সাইমন ক্যাটিচ৷ সোমবার দলের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে প্রথম ইনিংসের সেঞ্চুরি না পাওয়ার বেদনা ভুলেছেন৷ দিনের শুরুতে আরেক ওপেনার শেন ওয়াটসনকে নিয়ে যখন ব্যাট করতে নামেন, তখন তারা নিউজিল্যান্ডের বিরদ্ধে দুই রান এগিয়ে৷ কিন্তু ক্যাটিচের ব্যাটিং দেখে মনে হয়েছে যে, তিনি সারাদিন ব্যাট করার ইচ্ছা নিয়েই ক্রিজে এসেছেন৷ ১৩৮ তম ডেলিভারিতে তাঁর প্রথম বাউন্ডারিটি বুঝিয়ে দিচ্ছে কি পরিমান সংযমী ছিলেন তিনি গোটা ইনিংসে৷ টি ব্রেকের কিছু আগে সেঞ্চুরি পুরণ করেন তিনি৷ ২৭৯ বলে ১০৬ রানে আউট হন তিনি৷

এর আগে গোটা দিনে কেবল দুইবারই নিউজিল্যান্ডের বোলাররা প্রতিপক্ষের ওপর কিছুটা চাপ সৃষ্টি করতে পারেন৷ ৮৫ রানে ওয়াটসন এবং ৯১ রানে পন্টিং আউট হয়ে গেলে হাল ধরেন ক্যাটিচ এবং মাইক হাসি৷ এরপর ২৪৬ রানে হাসি এবং মাত্র এক রানের পর ক্যাটিচ আউট হয়ে যান৷ তবে এরপর মাইকেল ক্লার্ক এবং মার্কাস নর্থ অপরাজিত থেকে দিন শেষ করেছেন৷ এখন পর্যন্ত তারা লিড নিয়েছে ৩০০ রানের৷ বোঝা যাচ্ছে চতুর্থ দিনেও এই লিড আরও অনেক বাড়িয়ে তুলতে চান অসি অধিনায়ক রিকি পন্টিং৷ উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিমধ্যে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: দেবারতি গুহ