1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাডার জাতীয় দলে দক্ষিণ এশীয়দের আধিক্য

২৬ জানুয়ারি ২০১১

মূলত ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের দিয়ে গঠিত হয়েছে ক্যানাডার জাতীয় দল৷ তবে অনেক দিন ধরেই ক্রিকেট খেলে আসছে দেশটি৷ দেশটি প্রথম বিশ্বকাপ খেলেছিল ১৯৭৯ সালে বিশ্বকাপের দ্বিতীয় আসরেই৷

https://p.dw.com/p/104t1
ফাইল ফটো

এরপর দীর্ঘদিন বিরতির পর ২০০৩ সালে আবারও ক্রিকেটের সর্বোচ্চ আসরে জায়গা করে নেয় তারা৷ সেই আসরে একটি ম্যাচে বিজয়ীও হয় এবং সেটি বাংলাদেশের বিপক্ষে৷ কিন্তু এরপর আর কোন জয় পায়নি তারা৷ তবে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে ক্যানাডা বেশ ভালো করছে৷ এবারও তারা তুলনামূলক তরুণ দল গড়েছে৷

স্কোয়াড: আশিষ বাগাই (অধি. উই), রিজওয়ান চিমা (সহ অধি.), হারবির বাইদওয়ান, বালাজি রাও, জন ডেভিসন, পার্থ দেশাই, টাইসন গর্ডন, রুবিন্দু গুনাসেকেরা, জিমি হান্সরা, কুররাম চোহান, নিতিশ কুমার, হেনরি ওসিন্ডে, হিরাল প্যাটেল, জুবিন সুরকারি, কার্ল ওয়্যাথাম, হানজা তারিক৷