1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাডা বেড়াতে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম এবং কেট

১ জুন ২০১১

মধুচন্দ্রিমার রেশ কাটতে না কাটতেই ক্যানাডা সফরে বেরুচ্ছেন প্রিন্স উইলিয়াম এবং নববিবাহিতা স্ত্রী কেট মেডেলটন৷

https://p.dw.com/p/11Ry1
ক্যানাডা সফরে বেরুচ্ছেন উইলিয়াম এবং কেটছবি: AP

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত ক্যানাডার অটোয়া, কুইবেক, মনট্রিল, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং উত্তর পশ্চিমাঞ্চলসহ বেশ কিছু জায়গা ভ্রমণ করবেন এই নবদম্পতি৷

তাঁদের সফরের সূচি এখনও চূড়ান্ত না হলেও ক্যানাডার হেরিটেজ মন্ত্রী ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন, যেখানে এই সফরের কিছু আউট লাইন দিয়েছেন৷ বলা হচ্ছে অটোয়াতে নবদম্পতি ক্যানাডা দিবস উদযাপন করবেন৷

Kate und William Hochzeit 29.04.2011 Dossierbild 1/3
ছবি: dapd

ক্যানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এক বিবৃতিতে জানিয়েছেন, সরকারিভাবে রাজ পরিবারের এই সফরকে তাঁর দেশ বিশেষভাবে স্বাগত জানাচ্ছে৷ তিনি বলেছেন, ক্যানাডাতে প্রিন্স উইলিয়াম এবং কেট মেডেলটনের সফরের সিদ্ধান্ত আমাদের দু'দেশের মধ্যে এবং রাজপরিবারের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করবে৷ ক্যানাডার সকলের জন্য, আমাদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য এটি একটি গর্বের বিষয়৷ তিনি আরো বলেন, এখানে আসলে তাঁরা বুঝতে পারবেন এদেশের লোকজন কত ভালো৷

এদিকে ক্যানাডার পর আগামী জুলাই মাসেই নবদম্পতি নাকি ক্যালিফোর্নিয়া ভ্রমণেও বের হবেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: জাহিদুল হক