1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ক্যাপস লক’ এর যুগ শেষ!

৩০ জানুয়ারি ২০১১

কম্পিউটার কিবোর্ডের বিশেষ দৃশ্যমান বোতাম ‘ক্যাপস লক’৷ সাধারণত সবকিছু ইংরেজি ক্যাপিটাল অক্ষরে লিখতে এটির ব্যবহার দেখা যায়৷ তবে, বর্তমানে এক অপ্রয়োজনীয় বোতামে পরিণত হয়েছে ক্যাপস লক৷ কেন?

https://p.dw.com/p/107IX
শীঘ্রই এমন ছোঁয়া থেকে বঞ্চিত হবে ‘ক্যাপস লক’ছবি: Bilderbox

ক্যাপস লক টিপে কোন কিছু বড় অক্ষরে লেখা এখন খুব একটা হয়ে ওঠেনা৷ কেননা, রয়েছে ‘শিফট' বোতাম৷ এটি চেপে যতটুকু দরকার ততটুকু ক্যাপিটাল অক্ষরে লিখে নিলেই হলো৷ তাছাড়া, ইংরেজি বাদে অন্যান্য ভাষা বিশেষ করে বাংলা কীবোর্ডে ক্যাপস লক এক বাড়তি বিড়ম্বনা৷

আপনি নিজেই ভেবে দেখুন, ক্যাপস লক সর্বশেষ কবে ব্যবহার করেছিলেন? মনে করা কঠিন৷ আমি নিজে যে ব্যবহারটা দেখি, তা হচ্ছে মাঝে মাঝে ই-মেল বা ফেসবুকে ঢোকার সময় একটি বার্তা, ‘পাসওয়ার্ড ভুল, সম্ভবত ক্যাপস লক অন আছে'৷

আমার কাছে তাই, ক্যাপস লক বোতামটি নিতান্তই গুরুত্বহীন, মাঝে মাঝে বিরক্তিকরও৷ সার্চ জায়ান্ট গুগলও এটিকে অপ্রয়োজনীয় মনে করছে৷ তাই, গুগল ক্রোম অপারেটিং সিস্টেম যুক্ত ল্যাপটপ থেকে বাদ পড়েছে ক্যাপস লক৷ এবছরের মাঝামাঝি এই ল্যাপটপ বাজারে আসবে৷ গুগলের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, ক্যাপস লকের বদলে সেখানে একটি সার্চ বোতাম জুড়ে দিয়েছি আমরা৷ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই বোতাম বেশ সহায়ক হবে৷

মাউস-কিবোর্ডের মতো হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান লজিটেকও কিন্তু ক্যাপস লককে মনে করছে গুরুত্বহীন এক বোতাম৷ সংস্থাটির ভারত অঞ্চলের প্রধান সুব্রত বিশ্বাসের মতে, ক্যাপস লক-এর বদলে সেখানে গুরুত্বপূর্ণ অন্য কোন বোতাম যোগ করা যেতে পারে৷ তবে, লজিটেক কবে নাগাদ কীবোর্ড থেকে ক্যাপস লক বাদ দেবে, তা অবশ্য জানাতে পারেননি সুব্রত৷

ক্যাপস লকের কিছু ভক্ত কিন্তু রয়েছে৷ বিশেষত যারা সনাতন টাইপ রাইটার ব্যবহার করতেন, তাদের কাছে এখনো এই বোতামটি খানিকটা গুরুত্ব বহন করে৷ তাছাড়া প্রতি বছরের ২২ অক্টোবরকে পালন করা হয় ‘ক্যাপস লক ডে' হিসেবে৷ এই দিনটিতে প্রযুক্তি প্রেমীরা সবকিছু ইংরেজি ক্যাপিটাল অক্ষরে লিখে থাকেন৷ প্রশ্ন হচ্ছে, এই একদিনের জন্যই কি টিকে থাকবে ক্যাপস লক?

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান