1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রস কাউন্টির সোনা জার্মানির ঘরে, সোনা হারাল সুইডেন

২৩ ফেব্রুয়ারি ২০১০

টিম স্পিরিটের জয়জয়কার৷ জার্মান ক্রস কাউন্টি তাতেই সোনা নিয়ে এল ঘরে৷ ভ্যাঙ্কুভার অলিম্পিকের আসরে৷ স্কাই জাম্পিং-এর সোনা আবার জিতল সেই অস্ট্রিয়া৷ সুইডেনের ভাগ্যে সোনা ফসকে গেল শেষ মুহূর্তে৷

https://p.dw.com/p/M8jk
স্বর্ণজয়ের উচ্ছাসে মাতোয়ারা৷ ইভি আর ক্লাউডিয়ার উল্লাসছবি: AP

ক্রস কাউন্টিতে ইভি জাখেনবাখার স্টেলে আর ক্লাউডিয়া নিউস্টাডের জার্মান দল যে ভাবে সোনা জিতল সোমবার তা বেশ অনেকদিন মনে রাখার মত ঘটনা হয়ে থাকবে ইউরোপের খেল মহলে৷ ক্রস কাউন্টিটা ছিল ৬x১.৪ কিলোমিটারের পাল্লার মোট চারপাল্লা দৌড়৷ দৌড়ের শুরু থেকে সুইডেনের আনে হেগ এগিয়ে ছিলেন৷ একেবারে শেষ পাল্লায় এসে জার্মানির ক্লাউডিয়া নিউস্টাড আনেকে টপকালেন মাঝ বরাবর৷ আনে হলেন দ্বিতীয় আর জার্মানির ঘরে নতুন সোনা চলে এল৷

Olympia / Skilanglauf / Tscharnke / Teichmann
পুরুষদের ক্রসকাউন্টিতে জার্মান দল জিতেছে রুপোছবি: AP

দুই তরুণীর জার্মান দল মোট সময় নিয়েছে ১৮ মিনিট ৩.৭ সেকেন্ড৷ আর জয়ের পরে পরস্পরকে আদরের পালা চলেছে অনেকক্ষণ ধরে৷ কারণ, এর আগে এই জুটির তেমন কোন বড় সাফল্য ছিল না৷ আর হাসলারের এই জয়ের পর এই অলিম্পিকেই দুজনের ঝুলিতে দুটো করে সোনা৷ কারণ এই তো গত সপ্তাহে ওরা সোনা জিতেছেন যুগ্মভাবে রিলে রেস-এ৷
অস্ট্রিয়া নামজাদা চ্যাম্পিয়ন স্কি জাম্পার ইয়ং গুন গ্রেগর এবারেও সোনা নিয়ে গেলেন৷ শেষ জাম্পে সকলকে টপকে গেলেন গ্রেগর, দ্বিতীয়স্থানে জার্মানি আর ব্রোঞ্জ পোল নরওয়ে৷ আর পুরুষদের টিম স্পিরিট ফ্রি স্টাইলে এবার রুপো নিয়েই খুশি থাকতে হল এতদিনের চ্যাম্পিয়ন সুইডেনকে৷ কারণ, সেমি ফাইনালেই চ্যাম্পিয়ন সুইস পোল ভল্টার থিওডর পেটারসন একটা পোল ভেঙে নীচে পড়ে আঘাত পেয়ে যান৷ সুইসদের সোনালি স্বপ্নেরও ওখানেই ইতি ঘটে যায়৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - আরাফাতুল ইসলাম