1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল ক্লাবগুলোর কি হবে?

১৯ এপ্রিল ২০১৪

ইউক্রেনীয় প্রিমিয়ার লিগের দু’টি ফুটবল ক্লাব আক্ষরিক অর্থে ঐতিহাসিক ধন্দে পড়েছে: তারা খেলবে এবার কোন লিগে? ফার্স্ট অথবা সেকেন্ড ডিভিশন নয়:কোন দেশের লিগে, সেটাই প্রশ্ন৷ রুশি না ইউক্রেনীয়?

https://p.dw.com/p/1Bkeu
Bildergalerie Stars der EM 2012
ছবি: picture-alliance/dpa

ক্রাইমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হবার পর থেকে মস্কোর প্রচেষ্টা হলো, ক্রাইমিয়ার মুদ্রা ও ঘড়ি থেকে শুরু করে সব কিছু যা-তে রাশিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলে, তার ব্যবস্থা করা৷ কিন্তু ফুটবলের ক্ষেত্রে সেটা সম্ভব হবে কি? অর্থাৎ ইউক্রেনের ফুটবল ক্লাবগুলো কি রুশ লিগে খেলতে পারবে?

রাশিয়া যে ইউক্রেনকে যোগ করেছে, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়৷ কাজেই এফসি সেভাস্টোপোল কিংবা তাভ্রিয়া সিম্ফেরোপোলকে রুশ লিগে খেলতে দিলে ফিফা কিংবা উয়েফার সঙ্গে বিরোধের সৃষ্টি হতে পারে – শুধু ক্লাবগুলিকেই নয়, খোদ রুশ লিগকেই জবাবদিহি করতে হতে পারে৷

সেভাস্টোপোল ফুটবল ক্লাবের মালিক হলেন এক ইউক্রেনীয় ব্যবসায়ী, ভাদিম নোভিনস্কি৷ তিনি চান, সেভাস্টোপোল ইউক্রেনীয় লিগেই থাকুক৷ তার একটা কারণ হয়ত এই যে, নোভিনস্কির ব্যবসা মূলত ইউক্রেনের দু'টি শহরে৷ অপরদিকে সেভাস্টোপোল এখন ইউক্রেনীয় লিগেই বারো নম্বর, কাজেই রুশ লিগে পড়লে তার অবস্থা আরো শোচনীয় হবারই কথা৷

সব মিলিয়ে নোভিনস্কি বলেছেন, মরশুমটা ইউক্রেনের লিগেই শেষ করে তারপর দেখা যাবে, রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে গড়ায়৷ এমনকি ক্লাবকে সেভাস্টোপোল থেকে তুলে দক্ষিণ ইউক্রেনের অন্য কোনো শহরে নিয়ে যাওয়ার কথাও ভাবা হচ্ছে, বলে জানিয়েছেন তিনি৷

ওদিকে সেভাস্টোপোল এফসি-র প্রেসিডেন্ট হলেন আলেক্সান্ডার ক্রাসিনিকভ৷ তিনি কিন্তু ক্লাবের রুশ লিগে যোগদান করার পক্ষপাতী৷ ক্লাবের অনেক সমর্থকেরও সেটা কাম্য, বলে তিনি জানিয়েছেন৷ তবে ক্লাবের চূড়ান্ত ভবিষ্যৎ ফিফা এবং উয়েফা-র মতামতের উপর নির্ভর করবে বলে তাঁর ধারণা৷ ক্রাসিনিকভ বলেছেন: ‘‘আমরা ফিফা এবং উয়েফার নিয়মাবলী অনুযায়ী কাজ করবো৷ নয়ত ক্লাব, ইউক্রেনীয় তথা রুশ ফুটবলের প্রশাসন, সকলকেই সাজা পেতে হতে পারে৷ কাজেই আমরা উয়েফা-কে চিঠি লিখে তাদের পরামর্শ চেয়েছি৷''

অপরদিকে রাশিয়ান ফুটবল ইউনিয়ন কিন্তু ক্রাইমিয়া ফুটবল ফেডারেশন এবং স্থানীয় ক্লাবগুলিকে আরএফইউ-এর অঙ্গ করে তোলার প্রক্রিয়া শুরু করেছে৷ আরএফইউ-এর প্রধান নিকোলাই টলস্টিখ রুশ সংবাদমাধ্যমগুলিকে বলেছেন, তিনি ক্রাইমিয়ার ক্লাবগুলিকে রুশ চ্যাম্পিয়নশিপে খেলতে দিতে চান; তবে আরএফইউ রুশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলবে৷ এছাড়া ফিফা, উয়েফা ও ইউক্রেনিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গেও কথাবার্তা চলছে, বলে জানিয়েছেন টলস্টিখ৷

ইউক্রেনীয় ফুটবল ফেডারেশন এফএফইউ-এর প্রধান আনাতোলি পোপোভ বলেছেন, ক্রাইমিয়ার ক্লাবগুলি তারা কোন লিগে খেলতে চায়, সেটা নির্ধারণ করার অধিকার আছে৷ ‘‘আমরা কোনো নির্দেশ দেব না৷ জোর করে প্রেম আদায় করা যায় না,'' বলেছেন পোপোভ৷ ও হ্যাঁ, আর একটা কথা মনে পড়ছে: ফুটবল আর রাজনীতি এক নয়৷ ফুটবলের কাজ হলো মানুষকে ঐক্যবদ্ধ করা৷ এই রাজনীতির যুগে সেটার কোনো মূল্য আছে কি?

এসি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য