1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১১ জুলাই ২০১০

ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ৷ তবে ফুটবলে নয়, জয়টা ক্রিকেটে৷ রয়েছে বাংলাদেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিশ্লেষণ৷ এছাড়া থাকছে জামায়াত নেতাদের নতুন করে রিমান্ডে নেয়ার খবর৷

https://p.dw.com/p/OGB2
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাছবি: AP

ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের জয়

বিশ্বকাপ উত্তেজনার মাঝেই ক্রিকেটের এই খবর সবাইকে তাক লাগিয়ে দিয়েছে৷ দৈনিক সমকাল লিখেছে, ‘‘টাইগারদের স্বপ্ন পূরণ, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ''৷ পত্রিকাটির কথায়, এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সব টেস্ট খেলুড়ে দেশকে হারাতে সক্ষম হলো৷ তাছাড়া ইংল্যান্ডের মাটিতে ইংলিশদের হারানো সহজ কথা নয়৷ স্বভাবতই এমন জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল৷ পরের খেলায় জিতে তাই সিরিজ জয়ে আগ্রহী বাংলাদেশের তরুণরা৷ দৈনিক প্রথম আলো যথার্থই বলেছে, ‘‘ইংল্যান্ডকে হারিয়ে বৃত্ত পূরণ, বাংলাদেশ পাঁচ রানে জয়ী''৷

বছরে যোগ হচ্ছে ২০ লাখ নতুন মুখ

বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে প্রধান শিরোনাম করেছে দৈনিক কালেরকন্ঠ৷ বাংলাদেশে প্রতি বছর যোগ হচ্ছে ২০ লাখ নতুন মুখ৷ জনসংখ্যা বাড়ছে খুব দ্রুত গতিতে৷ ১৯৭১ সালে যেখানে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাত কোটি, তা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটিতে৷ এভাবে জনসংখ্যা বাড়তে থাকলে বাংলাদেশে মহাবিপর্যয়ের আশঙ্কা করছে কালেরকন্ঠ৷

বন্দি নেতাদের রিমান্ড

দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘‘গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা মামলায় সাঈদী ও মুজাহিদ রিমান্ডে''৷ পত্রিকাটির কথায়, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাঈদী ও মুজাহিদকে চারদিনের রিমান্ডে নেয়া হয়েছে৷ এই খবরটি প্রকাশ হয়েছে আরো কয়েকটি পত্রিকায়৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলছে, ‘‘ফারুক হত্যা মামলায় মুজাহিদ-সাঈদী রিমান্ডে''৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী