1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন না শচিন

৫ এপ্রিল ২০১১

ক্রিকেটের রাজপুত্র শচিন তেন্ডুলকার নাকি বিদায় নিচ্ছেন? গত সপ্তাহ জুড়ে জমাট আড্ডার সবচেয়ে ভালো বিষয় ছিল এটি৷ কিন্তু সেই আলোচনার আগুনে পানি ঢেলে দিলেন তিনি নিজেই৷ বললেন, ‘‘বিদায় নিচ্ছি না৷’’

https://p.dw.com/p/10nbm
শচিন তেন্ডুলকারছবি: UNI

শচিন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের আসর থেকেই বিদায় নেবেন বলে জানিয়েছিল বেশ কয়েকটি সংবাদসংস্থা৷ আর চ্যাম্পিয়ন হয়ে বিদায় নেবেন - এমনটাই স্বপ্ন ছিল সমর্থকদের৷ অথচ শেষ পর্যন্ত দেখা গেল যে, ভারত চ্যাম্পিয়ন হলো ঠিকই, কিন্তু বিদায় নিলেন না শচিন৷ গতকাল বিষয়টি নিয়ে তাঁর মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকরা৷ শচিনের কাছে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল, তিনি কী সত্যিই বিদায় নিচ্ছেন ? এ প্রশ্নে অবাক হয়েই তাকিয়ে ছিলেন তিনি৷ বললেন, না তিনি বিদায় তো নেননি৷ আর আপাতত সেই পরিকল্পনাও নেই৷ বরং ভবিষ্যতে আরো ভালো খেলতে চান তিনি৷ ভারতকে দিতে চান আরও উপহার৷

শচিন জানান, ‘‘একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি বিদায় নেননি৷ আর যদি কখনো এমন কোনো সিদ্ধান্ত তিনি নেন, তাহলে নিজেই সেই কথা তিনি ঘোষণা করবেন৷'' প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি তিনি আগামী বিশ্বকাপ ক্রিকেটেও খেলবেন ? এর উত্তরে শচিনের উত্তর, ‘‘সেটা হয়তো সম্ভব নয়৷ তবে আমি সব সময় বর্তমানকে নিয়ে ভাবি৷ ভবিষ্যতের ভাবনা ভবিষ্যতেই করা যাবে৷''

১৯৮৯ সালের নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটের মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে নিজের যাত্রা শুরু করেন শচিন৷ শচিনের নামের পাশে লেখা আছে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ৯৯টি শতরানের ইনিংস৷ তাঁর প্রথম সেঞ্চুরি এসেছে টেস্ট ক্রিকেট থেকে৷ মাত্র ১৭ বছর বয়সেই প্রথম সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের বিপক্ষে৷ আর প্রথম ওয়ানডে সেঞ্চুরি করতে তাঁর অপেক্ষা করতে হয়েছিল পাঁচ বছর৷

১৯৯৪ সালের সেপ্টেম্বর মাসে, একদিনের একটি ম্যাচে শচিন তাঁর প্রথম সেঞ্চুরিটি আদায় করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে৷ ততোদিনে টেস্ট ক্রিকেটে তাঁর ৭টি ঝকঝকে সেঞ্চুরি দেখেছে বিশ্ব৷ এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শচিন'কে৷ বিশ্বক্রিকেটে ওয়ানডে ও টেস্ট মিলিয়ে, তাঁর চেয়ে বেশি সেঞ্চুরির মালিক কেউ নেই৷

বিশ্বকাপে সর্বাধিক ৪৫টি ম্যাচ খেলে গড়ে ৫৬.৯৫ করে সর্বাধিক ২২৭৮ রান করেছেন শচিন তেন্ডুলকার৷ আর সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ সেঞ্চুরি ১৫টি৷ দু'টিই সর্বাধিক পরিমাণের রেকর্ড৷ এ পর্যন্ত মোট ১৭৭টি টেস্ট খেলেছেন শচিন৷ আর নিজের ‘কেরিয়ার গ্রাফে' একদিনের আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা তাঁর ৪৫৩টি৷ টেস্টে করেছেন ১৪ হাজার ৬৯২ রান৷ আর ওয়ানডেতে ১৮ হাজার ১১১ রান৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ