1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেট বিশ্বকাপের মাঝেই এসএসসি পরীক্ষা

৮ ডিসেম্বর ২০১০

আধুনিক শিক্ষা নীতি গৃহীত হলো সংসদে৷ রয়েছে এসএসসি’র সময় বিশ্বকাপ ক্রিকেটের খবর৷ সঙ্গে জলদস্যুদের হাতে বাংলাদেশি জাহাজ নিয়ে প্রতিবেদন৷ এবং বিমানবালা তুতুলের বন্দিজীবনের কথা৷

https://p.dw.com/p/QSmQ
এক ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা (ফাইল ফটো)ছবি: picture alliance / landov

শিক্ষানীতি গৃহীত

‘সংসদে শিক্ষানীতি গৃহীত' - শিরোনাম করেছে দৈনিক সমকাল৷ জাতীয় শিক্ষানীতি-২০১০ জাতীয় সংসদে সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়েছে৷ নতুন এই শিক্ষানীতিতে ধর্ম, বিজ্ঞান এবং কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেয়া হয়েছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এই শিক্ষানীতির মাধ্যমে মাদ্রাসা শিক্ষাকেও আধুনিক করা হচ্ছে৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলো জানাচ্ছে, ‘জাতীয় সংসদে শিক্ষানীতি পাস'৷ নতুন শিক্ষানীতি বাস্তবায়নে আগামী নয় বছরে খরচ হবে ৬৮ হাজার কোটি টাকা৷

বিশ্বকাপ ক্রিকেটের সময় এসএসসি পরীক্ষা

‘এসএসসি শুরু ১ ফেব্রুয়ারিতেই'৷ আগামী বছর বিশ্বকাপ ক্রিকেটের সময়ই চলবে এসএসসি পরীক্ষা৷ তবে বাংলাদেশে খেলার দিন এবং তারপরের দিন কোন পরীক্ষা রাখা হয়নি৷ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে৷

বাংলাদেশি জাহাজ জলদস্যুদের খপ্পরে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি পত্রিকা এই বিষয়ে খবর প্রকাশ করেছে৷ শিরোনাম, ‘জলদস্যু প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে'৷ ছিনতাই হওয়া জাহাজ ও নাবিকদের উদ্ধারে জলদস্যুদের সঙ্গে আলোচনা শুরু করেছে উদ্ধারকারী সংস্থাগুলো৷ তবে জাহাজটি এখনো আরব সাগরে রয়েছে৷ তীরে পৌঁছাতে সময় লাগবে আরো দু'দিন৷ এরপরই এটি উদ্ধারে ব্যবস্থা নেয়া সম্ভব বলে গণমাধ্যমকে জানিয়েছেন একাধিক মন্ত্রী৷ এদিকে, একই বিষয়ে খানিকটা ভিন্ন সংবাদ দিচ্ছে দৈনিক কালের কণ্ঠ৷ শিরোনাম, ‘আট মাসেও জলদস্যুদের হাত থেকে মুক্তি পাননি বাংলাদেশি দুই নাবিক'৷ আট মাস আগে অন্য একটি জাহাজে থাকা দুই বাংলাদেশি নাবিককে জিম্মি করে সোমালীয় জলদস্যুরা৷ তাদেরকে এখনো মুক্তি করা সম্ভব হয়নি৷

তুতুলকে নিয়ে আগ্রহের শেষ নেই

দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘বিমানবালা তুতুলকে নিয়ে মহিলা বন্দিদের আগ্রহের শেষ নেই'৷ ঢাকায় বিমানবন্দর দিয়ে মুদ্রা পাচারের ঘটনায় কিছুদিন আগে বিমানবালা কামরুন নাহার তুতুলকে আটক করা হয়৷ বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন৷ মহিলা ওয়ার্ডের অন্যান্য কারাবন্দিদের মাঝে তুতুলকে নিয়ে আগ্রহের শেষ নেই৷ এদিকে, তুতুলের সঙ্গে মুদ্রা পাচারে জড়িত অন্যদের এখনো আটক করতে পারেনি পুলিশ৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই